চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : কলকাতা বাসীর স্বপ্ন পূরণ করেছেন গম্ভীর । কে কে আর কে ট্রফি উপহার দিয়েছেন গম্ভীর। এবার তিনি কলকাতা বাসীর মতই গোটা দেশবাসীরও স্বপ্ন পূরণ করবেন। এবার তার লড়াইটা আরো বৃহত্তর জায়গায়। লড়াইটা বেগুনি রঙে নয় , তার লড়াই এবার ইন্ডিয়ার হয়ে , নীল রঙের হয়ে , তেরঙ্গার হয়ে। নতুন শুরুর আগে কলকাতা বাসি কে এবার তিনি দিলেন বিশেষ বার্তা । সোশ্যাল মিডিয়ায় কলকাতার সঙ্গে তার একাত্ম হওয়ার বিষয় তিনি তুলে ধরেছেন। কলকাতার অলিগলি রাজপথ এমনকি কলকাতা ট্রাফিক জ্যাম এই সব কিছু তিনি তার ওই এক টুকরো ভিডিওতে তুলে ধরেছেন।
[আরও পড়ুন : Illegal liquor store : কলেজের পাশেই বেআইনি মদের দোকান, একজোট হয়ে প্রতিবাদ মহিলাদের ]
সেই সঙ্গে কলকাতাবাসীর হাতে যেন তিনি চিঠি তুলে দিয়েছেন। যে চিঠিতে তার সব বক্তব্যগুলো তিনি তুলে ধরেছেন। তার ওই চিঠিতে তিনি জানাচ্ছেন, এখন একটি নতুন গল্প লেখার সময় এবং এটি কেকেআর-এর বেগুনি রঙে নয়, টিম ইন্ডিয়ার নীল রঙে হবে এবং যা তেরঙার জন্য হবে। প্রায় আড়াই মিনিটের এই ভিডিওটি কেবল কেকেআর ভক্তদেরই নয়, টিম ইন্ডিয়ার ভক্তদেরও অনুপ্রাণিত করেছে। কলকাতার প্রতি তার টান ভালোবাসা টাকে মর্যাদা দিয়েই এই ভিডিও করেছেন গম্ভীর।
[আরও পড়ুন : নিয়মিত প্রোটিন পাউডার খাচ্ছেন? আদেও জানে কি আপনার শরীরের পক্ষে প্রোটিন পাউডার খাওয়া ঠিক কিনা ]
টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফরের মাধ্যমে গৌতম গম্ভীরের যাত্রা শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার সঙ্গে। তার প্রথম অ্যাসাইনমেন্ট। তার আগে আবেগ পূর্ণ গম্ভীর কেকেআর , কলকাতা বাসীকে ও দেশবাসীর জন্য একটু ভিডিও বার্তা দিলেন যেখানে নতুন উত্তম নতুন স্বপ্ন নতুন শুরুর কথা বলা হয়েছে। তার সাফল্যের ঝুলি দিনে দিনে বেড়েছে । সেই ঝুলিতে দুটো বিশ্বকাপ রয়েছে । একটি টি-২০, একটি ৫০ ওভারের। রয়েছে তিনটে আইপিএল ট্রফিও।
Come Kolkata, let’s create some new legacies @KKRiders @iamsrk @indiancricketteam
Dedicated to Kolkata and KKR fans…
Special thanks to Cricket Association of Bengal @cabcricket @kkriders
Directed by:
@pankyyyyyyyyyyyyDOP: @Rhitambhattacharya
Written by:
Dinesh Chopra… pic.twitter.com/vMcUjalOLj— Gautam Gambhir (@GautamGambhir) July 16, 2024
তার মধ্যে দুটো কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময়ে অধিনায়কের পদে থেকে , আর একটি মেন্টর হিসেবে। এবার টিম ইন্ডিয়ার সঙ্গে জার্নিতেও তা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। তিনি ই দেশ বাসীর সোনার স্বপ্ন পূরণ করবেন । ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ার সঙ্গে থাকবেন অর্থাৎ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত নতুন কোচের দায়িত্বে থাকবেন গম্ভীর । তার মধ্যে ওডিআই বিশ্বকাপ জেতানোর পরিকল্পনা রয়েছে তার।