ad
ad

Breaking News

Usha Uthup's Husband

Usha Uthup’s Husband: প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর, কিভাবে দ্বিতীয় স্বামী জানি চাকোর প্রেমে পড়েছিলেন ঊষা উত্থুপ

প্রয়াত উষা উত্থুপ এর স্বামী জানি চাকোর। সোমবার কলকাতার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জানি চোকোর

After breaking up with first husband, how Usha Uthup fell in love with second husband Jani Chacko

সংগৃহীত

Bangla Jago Desk: প্রয়াত উষা উত্থুপ এর স্বামী জানি চাকোর। সোমবার কলকাতার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জানি চোকোর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর । দুই ছেলে মেয়ে থাকলেও স্বামীর মৃত্যুর পর অনেকটাই যেন একা হয়ে গিয়েছেন উষা উত্থুপ। কারণ স্বামীর সঙ্গে উষা উত্থুপের প্রেম ছিল ভীষন গভীর।

[ আরও পড়ুন: ক্যাপ্টেন বাত্রা মানেই ‘সাহসিকতা এবং সম্মান’, আসল হিরোকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট পর্দার হিরোর

প্রসঙ্গত জানি চাক কিন্তু উষা উত্থুপে প্রথম স্বামী নয়। জানি চাকো’র সাথে বিয়ে হওয়ার আগে উষা উত্থুপের বিয়ে হয়ে ছিল। যদিও বা দক্ষিণী কন্যার কলকাতাতে এসেই এই প্রেম শুরু হয়েছিল। কলকাতা শহরে তাকে তার দ্বিতীয় স্বামীর সাথে আলাপ করিয়ে দিয়েছিল।সূত্রের খবর, ১৯৬৯ সালে কলকাতার এক নাইট ক্লাবে আলাপ হয়েছিল ঊষা ও জানির। যদিও বা তখন উষা উত্থুপ বিবাহিত ছিলেন। উষা উত্থুপ এর প্রথম স্বামীর নাম রামু আইয়ার। সেই সময় কলকাতার এক নাইট ক্লাবে গান গাওয়ার জন্য এসেছিলেন ঊষা। ঊষা উত্থুপ তার প্রথম স্বামীর সাথে কলকাতায় এসে পরিচয় হয়েছিল জানি চাকো’র সাথে। 

এইদিকে নাইট ক্লাবে গান গাওয়ার সময়ই ঊষা প্রথমবার জানি চাকোরকে দেখেছিলেন। তারপরে ঊষা আলাপ করান রামু ও জানির। যদিওবা , যখন ঊষা গান গাইছিলেন সেই সময় তার প্রথম স্বামী রামু উধাও , শুধু বসে আছেন জানি। এমনকি গানের শো শেষ হওয়ার পর উষাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন জানি। এই প্রস্তাবে যদিও বা উষা উত্থুপ রাজি হয়েছিলেন। যদিওবা জানি চাকোর উষা উত্থুপ কে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টা ভালোভাবে নেয়নি রামু আইয়ার। পাশাপাশি রামু আইয়ার এরপর রাগে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আর রামু আইয়ারের এই বিষয়গুলি উষা উথুপ ভালোভাবে নেয় নি। এই অশান্তির ফলে ধীরে ধীরে উষা উথুপ এর সাথে রামু আইয়ারের দূরত্বের সৃষ্টি হয়। এবং এই দূরত্ব ধীরে ধীরে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে। উষা উত্থুপ এই বিবাহ বিচ্ছেদের পর জানি চাককে বিয়ে করার সিদ্ধান্ত নেন।