ad
ad

Breaking News

Burdwan

প্ল্যানের খরচ বাড়িয়েছে জিও, ভোডাফোন, এয়ারটেল! ‘সস্তা’ বিএসএনএলে আগ্রহী বর্ধমানের গ্রাহকরা

৩ জুলাই থেকে বাড়ল জিও, এয়ারটেল ও ভোডাফোন গ্রাহকদের খরচ। প্রি-পেইড ও পোস্ট পেইড, সমস্ত প্ল্যানেরই দাম বেড়েছে

Jio, Vodafone, Airtel have increased the cost of the plan! Burdwan customers interested in 'cheaper' BSNL

নিজস্ব ছবি

Bangla Jago Desk,পিন্টু প্যাটেল,বর্ধমান: ৩ জুলাই থেকে বাড়ল জিও, এয়ারটেল ও ভোডাফোন গ্রাহকদের খরচ। প্রি-পেইড ও পোস্ট পেইড, সমস্ত প্ল্যানেরই দাম বেড়েছে। এই অবস্থায় স্বস্তি দিচ্ছে বিএসএনএল। তারা পুরনো রিচার্জ প্ল্যানই চালু রাখছে। ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএলের প্ল্যান এখন অনেক সস্তা। যাঁরা এই মুহূর্তে বিএসএনএলের গ্রাহক, যাঁরা ভাবছেন নিজেদের এতদিনের নেটওয়ার্ক ছেড়ে এবার নতুন করে গ্রাহক হবেন ভাবছেন সকলের জন্যই এই মোবাইল প্ল্যান রয়েছে। 

সার্বিকভাবে অন্যান্য যেসব মোবাইল কোম্পানি তাদের রিচার্জের অধিকতম দাম বাড়িয়েছে তাতে করে মধ্যবিত্তের নাগালের বাইরে,তাই শহর বর্ধমানের ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল অফিসে ভিড়  জমছে নতুন গ্রাহকদের।এদিন আসা যুবক যুবতীরা জানাচ্ছেন, রীতিমতো জিও,এয়ারটেল, ভোডাফোন যেভাবে মোবাইলের রিচার্জের মূল্যবৃদ্ধি হয়েছে তাতে করে ভারত সরকারের নিজস্ব নেটওর্য়াক বিএসএনএল আপাতত মোবাইল ব্যবহার কারীদের সুবিধা দিয়েছে তাই আজ বিএসএনএল অফিসে এসে অন্য কোম্পানির সিমকার্ড বিএসএনএল এ পোর্ট করাতে এসেছি।
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার বিএসএনএল এর এজিেম ভোলা মাহেলি জানান,যেভাবে নতুন গ্রাহক BSNL এ আসছেন তাতে করে আগামী তিন মাসের মধ্যে বিএসএনএল নিজস্ব 4G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে,কার্যত তিনি চ্যালেঞ্জের সঙ্গে জানান ভারত সরকারের নিজস্ব নেটওয়ার্কিং দিয়ে ভারতবাসীর মন জয় করবে ।

এবার দেখে নেওয়া যাক 2024 বিএসএনএলের (BSNL) প্ল্যানগুলি-

১০৭ টাকার প্ল্যান: ভ্যালিডিটি ৩৫ দিনের। ২০০ মিনিট ভয়েস কল ও ৩ জিবি ৪জি ডেটা।

১০৮ টাকার প্ল্যান: নতুন ইউজারদের জন্য বিএসএনএলের একটি ‘ফার্স্ট রিচার্জ কুপন’ রয়েছে ১০৮ টাকার। ২৮ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে, তেমনই রয়েছে দৈনিক ১ জিবি ৪জি ডেটা।

১৯৭ টাকার প্ল্যান: এই প্ল্যান ৭০ দিনের। ২ জিবি ৪জি ডেটার পাশাপাশি আনলিমিটেড কলের সুবিধা রয়েছে এই প্ল্যানে। প্রথম ১৮ দিন রোজ মিলবে ১০০ এসএমএসও।

১৯৯ টাকার প্ল্যান: ৭০ দিনের প্ল্যান। দৈনিক ২ জিবি ৪জি ডেটা এবং আনমিলিটেড কল।

৩৯৭ টাকার প্ল্যান: ১৫০ দিনের এই প্ল্যানে মিলবে আনলিমিটেড কল। আর প্রথম ৩০ দিনের জন্য দৈনিক ২ জিবি ৪জি ডেটা।

৭৯৭ টাকার প্ল্যান: ৩০০ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কল ও প্রথম ৬০ দিনের জন্য দৈনিক ২ জিবি ডেটা।

১৯৯৯ টাকার প্ল্যান: যাঁরা একবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাঁদের জন্য এই প্ল্যানের বিকল্প নেই। ৩৬৫ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে ৬০০ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দেয় বার্ষিক এই প্ল্যান।