ad
ad

Breaking News

South 24 Parganas

জোর করে ছাত্রীকে বাইকে তোলার অভিযোগ, অভিযুক্তকে ব্যাপক মারধর, উত্তেজনা ক্যানিংয়ে

এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা।

Allegation of forcing a student on a bike, beating the accused, tension in canning

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : জাহেদ মিস্ত্রি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোর করে ধরে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং এলাকা। এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা।

[ আরও পড়ুন : ক্ষ্যাপা শিয়ালের তাণ্ডব, এক ঘণ্টায় কামড় ৭ জনকে, আতঙ্কে ঘরবন্দি শান্তিপুরের বাবলা এলাকা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সন্দেহভাজন যুবক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে তার বাইকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হওয়ায় স্থানীয় যুবকরা তাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি ধরা পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এরপরেই অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম সন্দেহভাজন ওই যুবককে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকার ঘটনা।

[ আরও পড়ুন : ক্ষ্যাপা শিয়ালের তাণ্ডব, এক ঘণ্টায় কামড় ৭ জনকে, আতঙ্কে ঘরবন্দি শান্তিপুরের বাবলা এলাকা

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত যুবকের বাড়ি নামখানা ব্লকের মন্মথনগর গ্রামে। নাম তাপস মাপা। ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল একা একা। ফাঁকা রাস্তায় তাকে একা পেয়ে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। নাবালিকা রাজি না হওয়ায় জোর করে তার হাত ধরে টানাটানি করতে থাকে অভিযুক্ত। তখন বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে। তাঁরা কারণ জিজ্ঞাসা করলে সঠিক উত্তর দিতে পারেনি অভিযুক্ত। সেই কারণে স্থানীয়রা বেধড়ক মারধর করে অভিযুক্তকে। যদিও অভিযুক্ত যুবকের দাবি নাবালিকাই তার কাছে সাহায্য চেয়েছিল, বাইকে কিছুটা এগিয়ে দিতে বলেছিল। সেটা করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন। ক্যানিং থানার পুলিশ আপাতত তাপসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা।