ad
ad

Breaking News

Ghost Forest

অ্যাডভেঞ্চার-প্রিয়? জঙ্গলে ঘুরতে যেতে ভালোবাসেন? বিশ্বে এমন অনেক জঙ্গল আছে, যার নাম শুনলেই শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়

অ্যাডভেঞ্চার-প্রিয়? জঙ্গলে ঘুরতে যেতে ভালোবাসেন? জানেন কি এই বিশ্বে এমন অনেক জঙ্গল আছে, যার নাম শুনলেই শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়।

০১
There are many forests in the world that are considered inauspiciou

অ্যাডভেঞ্চার-প্রিয়? জঙ্গলে ঘুরতে যেতে ভালোবাসেন? জানেন কি এই বিশ্বে এমন অনেক জঙ্গল আছে, যার নাম শুনলেই শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। যেমন, রোমানিয়ার ট্রান্সিলভেনিয়ায় আছে হোয়া বাসিউ জঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গল বলা হয় এই জঙ্গলকে। বিশ্বের অন্যতম ভৌতিক জঙ্গল বলে কুখ্যাত। রোমানিয়াবাসী এই জঙ্গলকে অশুভ বলে মনে করে।

০২
There are many forests in the world that are considered inauspiciou

জাপানের মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরির কোলে অবস্থিত আয়োকিগাহারা জঙ্গলকে অনেকে 'ডেথ ফরেস্ট' বা 'সুইসাইড ফরেস্ট' বলে ডাকে। সারা জাপানে এটি ভৌতিক স্থান বলে পরিচিত। প্রতি বছর বহু মানুষ এই জঙ্গলে এসে আত্মহত্যা করে।

ad
০৩
There are many forests in the world that are considered inauspiciou

আমেরিকার ম্যাসাচুস্টেটসের কাছে অবস্থিত ফ্রি টাউন স্টেট ফরেস্ট। এককালে এই জঙ্গল রেড ইন্ডিয়ানদের কাছে খুবই পবিত্র ছিল। সপ্তদশ শতকে স্থানীয় ওয়াম্পানোয়াগ উপজাতিদের কাছ থেকে জায়গাটি কিনে নিয়ে জনবসতি গড়ে তোলে ব্রিটিশরা। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এরপরই অভিশাপ নেমে আসে। ২০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গল আমেরিকার অন্যতম ভৌতিক স্থান।

০৪
There are many forests in the world that are considered inauspiciou

আমেরিকার ভার্জিনিয়ার ম্যাথিউজ কাউন্টিতে অবস্থিত ওল্ড হাউজ উডস। গৃহযুদ্ধের সময় থেকে বহু ঘটনার সাক্ষী এই জঙ্গল।

০৫
There are many forests in the world that are considered inauspiciou

ব্রিটেনের ওয়েলসে রয়েছে পেমব্রে উডস। খ্রিস্টপূর্ব ৪০০ শতকে এখানে প্রথম দুর্গ গড়ে তোলা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গলটি সমুদ্রের খুব কাছে অবস্থিত। পেমব্রের একদল দস্যু যারা 'লিটল হাচেট মেন অফ পেমব্রে' বলে পরিচিত ছিল। তারা জাহাজের নাবিকদের আলো নাড়িয়ে প্রলুব্ধ করত। জাহাজগুলি পাড়ে আসার সময় ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ডুবে যেত। তখন দস্যু দল জাহাজের সম্পদ লুঠ করত আর নিরীহ নাবিকদের হত্যা করত।

০৬
There are many forests in the world that are considered inauspiciou

নানান আধিভৌতিক ঘটনার সাক্ষী আমেরিকার ইলিনোয়ায় অবস্থিত রবিনসন উডস।