ad
ad

Breaking News

Tajmahal

নকল তাজমহল! কিছু জানা কিছু অজানা

জানুন বেশ কিছু নকল তাজমহলের কথা

০১
Fake Taj Mahal

১) বিশ্বের সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহল। মোগল সম্রাট শাহজাহান বেগম মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেন এই অসাধারণ স্থাপত্য। বছরভর দেশবিদেশের বহু পর্যটক আগ্রায় যান দু'চোখ ভরে তাজমহলকে দেখবেন বলে। কিন্তু এই বিশ্বেই একেবারে অবিকল তাজমহলের আকারের নানান স্থাপত্য রয়েছে। যেমন, চিনের শেনজেন প্রদেশের একটি থিমপার্কে রয়েছে নকল তাজমহল। এর পোশাকি নাম "উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড"। তাজমহল ছাড়াও পিসার হেলানো টাওয়ার ও প্যারিসের আইফেল টাওয়ারের রেপ্লিকা রয়েছে।

০২
Fake Taj Mahal

২) আগ্রার চেয়ে আকারে ৪ গুন বড়ো দুবাইয়ে রয়েছে তাজ অ্যারাবিয়া। দুবাইয়ের মোগল গার্ডেনে রয়েছে ২০ তলা বিশিষ্ট এই হোটেল। ৩৫০ রুম, দোকান, রেস্তোরাঁ আছে। ২,১০,০০০ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত।

ad
০৩
Fake Taj Mahal

৩) ব্রিটেনেও রয়েছে নকল তাজমহল। ব্রিটেনের নিজস্ব তাজমহল রয়্যাল প্যাভিলিয়ন। এই স্থাপত্যের অপর নাম ব্রাইটন প্যাভিলিয়ন। ভারতের ইন্দো-সারাসেনিক স্টাইলে নির্মিত। প্রিন্স অফ ওয়েলস জর্জের স্মরণে নির্মিত। স্থাপত্যের দিক থেকে তাজমহলের সঙ্গে অদ্ভুত মিল।

০৪
Fake Taj Mahal

৪) বাংলাদেশের রাজধানী ঢাকাতেও রয়েছে নকল তাজমহল। তাজমহলের রেপ্লিকা তৈরি করেন চিত্রপরিচালক আহসানুল্লাহ মণি।

০৫
Fake Taj Mahal

৫) মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রয়েছে বিবি কা মকবরা। মোগল সম্রাট ঔরঙ্গজেবের ছেলে আজম খান মা রাবিয়া-উদ-দুরানির স্মৃতিতে এই স্থাপত্য নির্মাণ করেন।

০৬
Fake Taj Mahal

৬) ভারতে বেড়াতে এসে তাজমহল দেখে এতই মুগ্ধ হন মার্কিন ধনকুবের বিল হারলান যে তিনি ক্যালিফোর্নিয়ার সোসালিটোতে গড়েছেন তাজমহল হাউজবোট।