ad
ad

Breaking News

রান্নাঘরের সামান্য উপাদান, গুরুত্ব অপরিসীম, কীভাবে সামান্য জিনিসের ছোঁয়ায় ফিরবে আপনার থমকে থাকা ভাগ্য

কাজের জগৎ হোক কিংবা শিক্ষা, ১০০% পরিশ্রম করছেন অথচ স্বীকৃতি অধরা। ভাঙছে মন, অসুখ দানা বাঁধছে শরীরে

Little Kitchen Ingredients, Immense Importance, How Little Touches Can Revive Your Stalled Fortune

Bangla Jago TV:মৌ বসু , কাজের জগৎ হোক কিংবা শিক্ষা, ১০০% পরিশ্রম করছেন অথচ স্বীকৃতি অধরা। ভাঙছে মন, অসুখ দানা বাঁধছে শরীরে। বাড়িতেও নিত্য অশান্তি। পরিস্থিতির চাকা একেবারে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে আপনারই হাতে। রান্নাঘরের গুরুত্বপূর্ণ জিনিস হল নুন। সামান্য নুনের ছোঁয়াতেই আটকে থাকা ভাগ্যের চাকা উলটো পথে হেঁটে সাফল্য, উন্নতির দিকে তরতর করে এগোতে শুরু করবে। বাস্তুশাস্ত্রে নুনের অপরিসীম গুরুত্ব আছে।

নুনের ব্যবহার নিয়ে কী বলছে বাস্তুশাস্ত্র

১) বাড়িতে আর্থিক সঙ্কট কাটাতে কাচের বাটিতে অল্প নুন ও লবঙ্গ রাখুন
অনেক সময়ই অনেক পরিবারে আচমকা আর্থিক সঙ্কট নেমে আসে। বাস্তুশাস্ত্র অনুযায়ী একটা কাচের বাটিতে অল্প নুন আর ৪-৫টে লবঙ্গ একসঙ্গে রাখুন। তারপর সেই বাটিটা বাড়ির যে কোনো কোণে রেখে দিন। এই টোটকায় ধীরে ধীরে আর্থিক সুস্থিতি ফিরে আসবে। সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার। একদিকে আর্থিক সঙ্কট কাটবে তেমনই সুন্দর অ্যারোমা বা গন্ধে ভরে উঠবে গোটা বাড়ি। সংসারে ফিরবে সুখশান্তি।

২) বাড়িতে বাস্তুদোষ থাকলে বাথরুমে একটা বাড়িতে অল্প নুন রাখুন। এমন জায়গায় রাখবেন যেখানে কেউ এই নুন ভরতি বাটিতে না হাত দেয়। কয়েক দিন অন্তর নুন বদলে দেবেন।

৩) বাস্তুশাস্ত্র অনুযায়ী রোগ প্রতিরোধ করতে সাহায্য করে সৈন্ধব নুন। পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে গোটা বাড়িতে সবাই দুশ্চিন্তায় ভুগতে শুরু করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অসুস্থ ব্যক্তির বিছানার একপাশে মাথার গোড়ায় একটা ছোট্ট বাটিতে করে অল্প সৈন্ধব নুন রেখে দিন। দেখবেন অসুস্থ ব্যক্তির মাথা যেন পূর্ব দিকে থাকে। শুধু মাথার গোড়ায় সৈন্ধব নুন রাখাই নয়, অসুস্থ ব্যক্তির খাবারেও সাধারণ নুনের বদলে সৈন্ধব নুন দিয়ে রান্না করুন। রোগীর স্বাস্থ্যোন্নতি হতে শুরু করবে। বাড়ির দুশ্চিন্তাগ্রস্ত পরিবেশও কমবে।

৪) বাড়িতে অনেক সময় সাধারণ বিষয় নিয়ে লাগাতার ঝগড়া, অশান্তি দেখা দেয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সম্পর্কহানি এড়াতে শোওয়ার ঘরের কোণে একটা বাটিতে করে সৈন্ধব নুন বা সাধারণ নুনের একটা টুকরো রেখে দিন। এটা রাখবেন গোটা একটা মাস। পরের মাসে আবার পুরোনো নুনের টুকরো বদলে নতুন টুকরো রাখবেন। এতে করে যেমন বাড়িতে নেগেটিভ এনার্জি, ঝগড়া, অশান্তি কমবে, তেমন ভাবেই কমবে বাড়িতে সুখশান্তি ফিরে আসবে।

৫) বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জিকে তাড়াতে বাড়ি পরিষ্কার করুন নুন দিয়ে। রান্নার অবিচ্ছেদ্য অংশ নুনের রান্নার পাশাপাশি বাস্তুশাস্ত্রেও আছে অপরিসীম গুরুত্ব। বাড়ির সুখ, সমৃদ্ধি, শান্তি ফেরাতে নুনের প্রচণ্ড গুরুত্ব। সামান্য একটু নুন বাড়ির থেকে দারিদ্র্য, নেগেটিভ এনার্জি দূর করতে সক্ষম। প্রতিদিন ঘর মোছার সময় সামান্য একটু নুন জলের মধ্যে মিশিয়ে নিন। তারপর সেই জল দিয়ে ঘর মুছুন। নিয়মিত এটা করলে বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, সংসারে শান্তি-সমৃদ্ধি ফিরবে। তবে মনে রাখবেন এটা কোনো ভাবেই বৃহস্পতিবার করবেন না।