ad
ad

Breaking News

AI-Conic কফি খেয়েছেন?, কে বানিয়েছে জানেন, কী রকম খেতে জানেন

সর্বত্র বিরাজমান এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। তবে ফিনল্যান্ডের একটি ক্যাফে অভিনব কফি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই বিশেষ কফির নাম AI-Conic coffee। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এই বিশেষ কফি।

Have you had AI-Conic coffee?, know who made it, know how to eat it

Bangla Jago Desk : মৌ বসু,  সর্বত্র বিরাজমান এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। তবে ফিনল্যান্ডের একটি ক্যাফে অভিনব কফি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই বিশেষ কফির নাম AI-Conic coffee। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এই বিশেষ কফি।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির একটি কফি প্রস্তুতকারী সংস্থা Kaafa Roastery নামক সংস্থা এআই প্রযুক্তির সাহায্যে বিশেষ কফি তৈরি করেছে।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কফি খান ফিনল্যান্ডের মানুষ। আন্তর্জাতিক কফি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ফিনল্যান্ডে মাথাপিছু ১২ কেজি কফি খাওয়া হয়। গত সপ্তাহেই ফিনল্যান্ডের বাজারে এসেছে এআইয়ের তৈরি বিশেষ রকমের কফি।

Elev নামক এআই সংস্থার সঙ্গে জুটি বেঁধে এই বিশেষ কফি তৈরি করেছে Kaafa Roastery। Elev নামক সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্রাজিল থেকে আনা ৪ রকম স্বাদের কফি বিন মিশিয়ে বিশেষ স্বাদের কফি তৈরি করেছে। এমনকি কফির প্যাকেজিং ও কফির অভিনব স্বাদের বিশদ বিবরণও তৈরি করেছে এআই প্রযুক্তি।