ad
ad

Breaking News

Nexus

Ampere-এর Nexus মডেলের অত্যাধুনিক প্রিমিয়াম স্কুটারে কী কী ফিচার রয়েছে

গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির ইভি টু-হুইলার ব্র্যান্ড অ্যাম্পিয়ার (Ampere) ভারতে Nexus নামে প্রথম প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার বাজারে আনল।

Ampere's Nexus model is a state-of-the-art premium scooter with key features

Bangla Jago Desk ,Mou Basu: গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির ইভি টু-হুইলার ব্র্যান্ড অ্যাম্পিয়ার (Ampere) ভারতে Nexus নামে প্রথম প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার বাজারে আনল। এটি মিলবে EX ও ST ভ্যারিয়েন্টে। দাম ১.১০ লাখ টাকা থেকে ১.২০ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে। তবে ইন্ট্রোডাক্টরি পিরিয়ড শেষের পর মডেল দুটির দাম ১০,০০০ টাকা করে বেড়ে যাবে।

এপ্রিল থেকেই নতুন Nexus-এর বুকিং চলছে। মে’এর মাঝামাঝি থেকে ডেলিভারি শুরু হবে। নেক্সাস সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। টুইন সাসপেনশন সহ হাইব্রিড সুইং আর্মে ভর করে ছুটবে এই বৈদ্যুতিক স্কুটার।Ampere Nexus-এ একটি ৩ কিলোওয়াট আওয়ার এলপিএফ ব্যাটারি প্যাক রয়েছে যার ফলে ফুল চার্জে স্কুটারটি ১৩৬ কিলোমিটার পথ যেতে পারে। আবার সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৩ ঘন্টা ২২ মিনিট। ইকো, সিটি, পাওয়ার এবং লিম্প হোম – এই চার রাইডিং মোড রয়েছে।

আবার এতে আছে একটি রিভার্স মোড। প্রতি ঘন্টায় অ্যাম্পিয়ার নেক্সাস মডেলটির সর্বোচ্চ গতিবেগ ৯৩ কিলোমিটার। আবার সিটি এবং ইকো মোডে গতিবেগ প্রতি ঘন্টায় যথাক্রমে ৬৩ কিমি ও ৪২ কিমি। এছাড়াও অ্যাম্পিয়ার নেক্সাস মডেলের স্কুটারে সাত ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, ব্লুটুথ, ও টার্ন-বাই-নেভিগেশনের মতো ফিচার থাকবে।