ad
ad

Breaking News

State Tourism

ব্যস্ত জীবনে মন খারাপ হচ্ছে? তাহলে একবার ঘুরে আসুন মন ভালোর গ্রাম মুনসোং থেকে

ব্যস্ত জীবনের একঘেয়ে কাটাতে কোথাও ঘুরতে যেতে চাইলে কম খরচে ঘুরে আসতে পারেন কালিম্পং এর মুনসোং থেকে

Take a trip to the heartwarming village of Munsong

Bangla Jago Desk : ব্যস্ত জীবনের একঘেয়ে কাটাতে কোথাও ঘুরতে যেতে চাইলে কম খরচে ঘুরে আসতে পারেন কালিম্পং এর মুনসোং থেকে। যেখানে গেলে আপনি পেয়ে যাবেন প্রকৃতির নানা রূপ দৃশ্য। একপাশে ঘন জঙ্গলে ঘেরা পাহাড়, অন্যদিকে পাহাড়ি নদীর কুলুকুলু ধ্বনি এবং অজানা অচেনা পাখি ও ফুলের শোভা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই ছোট্ট পাহাড়ি গ্রামে।

একটা সময় পাহাড়ে যাওয়া মানেই ভ্রমণপিপাসুরা কেবলই চিনতেন দার্জিলিং কে। কিন্তু উত্তরবঙ্গের কোলে এমন অনেক পাহাড়ি ডেসটিনেশন আছে যেখানে গেলে প্রকৃতির প্রানবন্ত রূপ আপনি দেখতে পাবেন। কালিম্পঙে রয়েছে ছোট্ট এক পাহাড়ি গ্রাম মুনসোং। যেখানে গেলে প্রকৃতির মাঝে সময় কাটাতে কাটাতে কখন দিন থেকে রাত হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামে গিয়ে আপনি পেয়ে যাবেন স্বর্গসুখ। মুনসোং গেলে দেখতে পাবেন চারিপাশ ঢেকে রয়েছে গাঢ় সবুজ রঙের পাহাড়ে। বিকেলের পড়ন্ত রোদের আলোয় আলোকিত হয়ে ওঠে এই পাহাড়গুলি। পাহাড়ি ডেসটিনেশন মানেই সেখানে নানা অজানা পাখি ও ফুলের আনাগোনা থাকবে সেটাই তো স্বাভাবিক। পাহাড়ি এই গ্রামে দিন কাটালে আপনার প্রতিটি মুহূর্ত রোমাঞ্চে ভরে উঠবে। এই গ্রাম থেকেই দূরে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য।

এই দৃশ্য দেখে আপনার যখন বাড়ি ফেরার পালা আসবে তখন আপনার আর বাড়ি ফিরে আসতে মন চাইবে না। এই গ্রামে বেশি লোক বসবাস করে না । তাই একেবারে নিরিবিলি ও শান্ত পরিবেশ বিরাজ করে এই মুনসোং এ। মুনসোং থেকে ঘুরে নিতে পারবেন ইচ্ছে গাঁও, রামধুরা ইত্যাদি। ঝিকিমিকি তিস্তা নদীর উপত্যকায় আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বসে তিস্তার জলে পা ডুবিয়ে বসতেও পারেন। ভাবছেন কিভাবে যাবেন এই প্রকৃতির কোলে সময় কাটাতে? কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি বা এনজেপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন কালিম্পং এর এই পাহাড়ি ঘেরা অফবিট গ্রামে। থাকার জন্য খুব পেয়ে যাবেন বেশ কিছু সুব্যবস্থা সম্পন্ন হোমস্টে। দেরি না করে দোলের পর কিছুদিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন এই পাহাড়ি উপত্যকা থেকে।