ad
ad

Breaking News

West Sikkim

West Sikkim : গরমের ছুটির মধ্যে একটু স্বস্তির খোঁজে আছেন? তাহলে সিকিমের বার্মিওক পাহাড় আছে আপনার অপেক্ষায়

সিকিমের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে এমন অনেক অজানা অচেনা জায়গা যেখানে আপনি গেলে নিজেকে মেলে ধরতে পারবেন প্রকৃতির কোলে

Let's visit Barmiok Hills in Sikkim

Baangla Jago Desk : একই রান্না খেতে খেতে যেমন একঘেয়ে হয়ে যায় তেমনি একই রাজ্যে ঘুরতে ঘুরতে আপনারও জীবন হয়ত একঘেয়ে হয়ে গেছে। তাই চলুন আসছে শীতের আমেজে মন ভালো করার জন্য যাওয়া যাক সিকিমের বার্মিওক পাহাড়ি অঞ্চলে। যেখানে গেলে আপনার বারবারই যেতে ইচ্ছে করবে এই অঞ্চলে।

অনেক তো হল রাজ্যে ঘোরা এবার না হয় একটু বাইরে যাওয়া যাক। সিকিমের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে এমন অনেক অজানা অচেনা জায়গা যেখানে আপনি গেলে নিজেকে মেলে ধরতে পারবেন প্রকৃতির কোলে। সামনেই শীতের মরশুম এই শীতে শীতপ্রধান প্রদেশে বেড়াতে যাওয়ার মজায় আলাদা। সিকিমের একদম অফবিট ডেসটিনেশন বার্মিওক এর নাম শুনেছেন? শুনে না থাকলে একবারে স্পটে গিয়ে দেখে আসুন এই ভ্রমণ স্পট। ভূপৃষ্ঠ থেকে ৫৯০৫ ফুট উঁচুতে পশ্চিম সিকিমে অবস্থিত বার্মিওক। এই পাহাড়ি গ্রামের চারধারে রয়েছে রডোডেন্ড্রন ফুলের অরণ্য। আপনি কি চান চোখ খুলতেই শ্বেতশুভ্র হিমালয়কে দেখতে তাহলে তো আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে এই পার্বত্য অঞ্চল বার্মিওকে।

অল্প কয়েকটি বাড়ি নিয়ে তৈরি এই পাহাড়ি অঞ্চল। লেপচাবাসিরা বসবাস করে এই পাহাড়ি অঞ্চলে। এই এলাকার বেশিরভাগ বাসিন্দাদের জীবিকা চাষাবাদ। জায়গায় জায়গায় দেখতে পাবেন কমলালেবু ও দারুচিনির । বার্মিওকের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে সিরিজঙ্গা জলপ্রপাত। এই জলপ্রপাত ৩০০ ফুট উঁচু থেকে নেমে আসে। সিরিজঙ্গা জলপ্রপাতের পাশাপাশি আপনি ঘুরে নিতে পারবেন সিরিজঙ্গা গুহা। এই গুহা ঋষিখোলা ও কালেজের মাঝখানে অবস্থিত। লেপচাদের কাছে এই গুহা খুবই পবিত্র। বার্মিওক থেকে আপনি ঘুরে আসতে পারবেন মাংহিম মন্দির, হি-খোলা ওয়াটার গার্ডেন, মারতাম গ্রাম, হি, ফাগু দাঁরা, মাংহিম, ছায়াতাল ইত্যাদি। ভাবছেন তো কিভাবে যাবেন? সর্ব প্রথম আপনাকে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি।সেখান থেকে সরাসরি পৌঁছে যান বার্মিওকের।