ad
ad

Breaking News

Vitamin C Bandage

Vitamin C Bandage:পোড়া, কাটায় ম্যাজিক দেখাবে এই ব্যান্ডেজ, কি এমন রয়েছে এই ব্যান্ডেজে

অসাধ্য সাধন করলেন একদল ইতালির গবেষক। তাঁরা পরিবেশবান্ধব মেটিরিয়াল দিয়ে ভিটামিন সি সমৃদ্ধ নতুন ধরনের ব্যান্ডেজ তৈরি করেছেন।

Vitamin C Bandage:This bandage will show magic on burns, cuts, what is in this bandage

BanglaJago Desk: অসাধ্য সাধন করলেন একদল ইতালির গবেষক। তাঁরা পরিবেশবান্ধব মেটিরিয়াল দিয়ে ভিটামিন সি সমৃদ্ধ নতুন ধরনের ব্যান্ডেজ তৈরি করেছেন। ভুট্টা আর আপেলের খোসা দিয়ে তাঁরা পরিবেশবান্ধব ব্যান্ডেজ তৈরি করেছেন।

ইতালির গবেষকদের দাবি, মানুষকে পোড়া, জ্বালা, কাটার মতো চরম যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ ব্যান্ডেজ। এটা আবার নিজে থেকেই শরীরে মিলিয়ে যাবে। ইতালির গবেষকদের তৈরি এই বিশেষ ব্যান্ডেজ এখনো বাজারে আসেনি তবে গবেষকরা এটা বাজারে আনার বিষয় বিশেষ উদ্যোগী।

কীভাবে কাজ করবে ম্যাজিক ব্যান্ডেজ?





গবেষকদের দাবি ভিটামিন সি সমৃদ্ধ নতুন ধরনের ব্যান্ডেজ পোড়া বা কেটে যাওয়ার ক্ষত দ্রুত শুকিয়ে দেবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে। তাই এই ব্যান্ডেজ দ্রুত শরীরে মিশে যাবে। কোনো চিকিৎসা জনিত বর্জ্য থাকবে না। ভুট্টায় জেইন নামে এক রকমের প্রোটিন থাকে। যা এই ব্যান্ডেজ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। আপেল বা কিছু ফলের খোসায় পেকটিন নামক শর্করা থাকে তাও কাজে লাগানো হচ্ছে। এছাড়াও লাইক নামের গাছ থেকে মেলে সয় লেসিথিন নামক পদার্থ, তাও ব্যবহার করা হচ্ছে। ACS Applied Bio Materials নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র। ইতালির ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা এসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পরিবেশবান্ধব ব্যান্ডেজ তৈরি করেছেন।