ad
ad

Breaking News

Brain Stroke

Brain Stroke: ব্রেন স্ট্রোকের প্রধান কারণ তাপমাত্রা বৃদ্ধি, নারীদের তুলনায় পুরুষদের ঝুঁকি বেশি

গবেষণা এও বলছে, তাপমাত্রা বাড়ার কারণে, মহিলাদের তুলনায় পুরুষদের ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিও বেড়েছে।

Brain Stroke: The main cause of brain stroke is temperature increase, men are more at risk than women

Bangla Jago Desk: দিনদিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। আর এবার নতুন এক গবেষণায় বলা হচ্ছে, তাপমাত্রার এই উত্তরোত্তর বৃদ্ধি ব্রেন স্ট্রোকের প্রধান কারণ হয়েও দাঁড়াচ্ছে। রিপোর্ট বলছে, ১৯৯০ থেকে ২০১৯ সালের মধ্যে, তাপমাত্রা বৃদ্ধির কারণে স্ট্রোক হয়ে মৃত্যুর হয়েছে প্রায় ৫,২১,০৩১ জনের।

পাশাপাশি, গবেষণা এও বলছে, তাপমাত্রা বাড়ার কারণে, মহিলাদের তুলনায় পুরুষদের ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিও বেড়েছে। যেখানে, তাপমাত্রা বৃদ্ধির কারণে, প্রতি মিলিয়নে মহিলাদের মৃত্যুর হার ছিল ৫.৮৯, সেখানে পুরুষদের মৃত্যুর হার ৭.৭। কারণ হিসেবে অবশ্য উঠে আসছে, মূলত মধ্য ও দক্ষিণ এশিয়ার একাধিক জায়গায়, মহিলাদের তুলনায় পুরুষরা গরম, কড়া রোদ এবং আদ্র পরিবেশে বেশি কাজ করে। ফলে, এতে ঝুঁকিও অনেকটা বেড়েছে।

এছাড়াও, নিউরোলজি জার্নালে প্রকাশিত আর একটি গবেষণা অনুসারে, ৯০-র দশকে ইস্কেমিক স্ট্রোকের কারণে বিশ্বব্যাপী প্রায় ২ মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছিলেন। যদিও, ২০১৯-এ তা বেড়ে ৩০ লক্ষে দাঁড়িয়েছে। গবেষকরা মনে করছেন, এভাবে চলতে থাকলে, ২০৫০-র মধ্যে ওই সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। সব মিলিয়ে, তাপমাত্রা বৃদ্ধি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে চলেছে, তা বলাবাহুল্য।