ad
ad

Breaking News

Health

Health : ঘন ঘন মেকআপ করতে হয় আপনাকে? তাহলে অবশ্যই ঘরোয়া কিছু টিপস ত্বকে প্রয়োগ করুন

তেল দেওয়ার পর স্বাভাবিক ভাবেই আপনার মুখ খুব তেল তেল করবে তাই তারপর ভালো করে ফেশওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।

Health : Do you have to do makeup frequently? Then definitely apply some home tips on the skin

Bangla Jago Desk :  গরমে মেক আপ করলেই সেই মেক আপ তুলতে দীর্ঘক্ষণ সময় লাগারই কথা। কারণ গরমে ঘামের কারণে সেই মেকআপ আপনার মুখের লোমকূপের মধ্যে প্রবেশ করে। যদি সারাদিন অফিস করার পর সেই মেকআপ বাড়িতে এসে ঠিক মত তোলা না হয় তাহলে আপনার মুখের মধ্যে র‍্যাশ বা ব্রণ মত ত্বকের সমস্যা হতে পারে। গরমে তাই বলে মেকআপ করলেই যাতে কম ঘামেন তার জন্য মুখে সবসময় একটু পাউডার ব্যবহার করা উচিত। এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার মেকআপ পুরো তুলে ফেলবেন।

১। ঘরোয়া কিছু টিপস মেনে চললেই আপনি আপনার মুখের মেকআপ ঠিক মত তুলে ফেলতে পারবেন। যদি আপনার কাছে মেকআপ রিমুভার নেই তাহলে আপনি নারকেল তেল অল্প হাতে নিয়ে মুখে মেখে নিন। আলতো আলতো করে কিছুক্ষণ মালিশ পর তা স্বচ্ছ জলে ধুয়ে ফেলুন।

২। তেল দেওয়ার পর স্বাভাবিক ভাবেই আপনার মুখ খুব তেল তেল করবে তাই তারপর ভালো করে ফেশওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।





৩। আপনি চাইলে নারকেল তেলের বদলে মুখে আমন্ড ওয়েলও মেখে নিতে পারেন। এই একই প্রসেস। মুখে তেল দিয়ে ভালো করে মালিশ কারার পর তা ধুয়ে নিন।

৪।  এছাড়াও আপনার বাড়িতে যদি মধু আছে তাহলে আপনি মধু ও বেকিং সোডা দিয়েও মুখে মেকআপ পরিষ্কার কোরতে পারেন। মেকআপের পাশাপাশি আপনার ত্বকে যে মরা কোষ গুলি আছে সেইগুলিও দূর হয়ে যাবে আপনার। পাশাপাশি আপনার ত্বকের উজ্জলতাও বৃদ্ধি পাবে।

৫। আবার আপনি দুধের সঙ্গে সর মিশিয়েও মাখতে পারেন মুখে। সর দিয়ে সুধ মাখলে মুখ ভালো পরিষ্কার হয় আপনার।

৬। যারা সিনেমার জগতে আছেন তাদের তো ঘন ঘন মেকআপ কোরতে হয়। তাই ঘন ঘন মেকআপ করলে, মেকআপ তোলার জন্য ব্যবহার করুন শসার রস। শসাকে প্রথমে পেস্ট করুন এবং তার পর সেই রস মুখে মেখে নিন। এতে মেকআপের পাশাপাশি গরমের জন্য যে ট্যান পড়বে আপনার মুখে তাও অনেকখানি দূর হবে ।