ad
ad

Breaking News

Bangladesh

বাংলাদেশের চিকিৎসায় এবার থাই বিনিয়োগ চান হাসিনা

বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতিকল্পে এবার থাইল্যান্ডের তরফে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Hasina wants Thai investment in the treatment of Bangladesh

Bangla Jago Desk : বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতিকল্পে এবার থাইল্যান্ডের তরফে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার বক্তব্য- ” আমরা বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।

আমি থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা খাতে বিনিয়োগের সম্ভাবনা পরীক্ষা করে দেখারও প্রস্তাব দিয়েছি। ” আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ কথা বলেন। অপরদিকে, উক্ত ওই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়। চিকিৎসার ক্ষেত্র বাদেও একাধিক শিল্পে বিনিয়োগেরও প্রস্তাব দিয়েছেন হাসিনা।

তিনি বলেছেন- ” আমি থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা সহজীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি। আমি থাই পক্ষকে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোতে থাইল্যান্ডের বিনিয়োগের এবং বিশেষভাবে একটি এসইজেড এই সুযোগ নেওয়ার প্রস্তাব দিয়েছি।”