ad
ad

Breaking News

Dengue

Dengue:বাংলাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ,চিন্তায় চিকিৎসকেরা 

ফের বাংলাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই ডেঙ্গুর প্রকোপে প্রতি বছরের মতন এই বছরও ডেঙ্গুর আক্রান্তে মৃতের সংখ্যা বেড়েছে।

Dengue: Dengue outbreak is increasing in Bangladesh, doctors are worried
Bangla Jago Desk: ফের বাংলাদেশে (Bangladesh) বাড়ছে ডেঙ্গুর (Dengue) প্রকোপ। এই ডেঙ্গুর (Dengue) প্রকোপে প্রতি বছরের মতন এই বছরও ডেঙ্গুর আক্রান্তে মৃতের সংখ্যা বেড়েছে। যার ফলে যথেষ্ট চিন্তিত ডাক্তার থেকে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাংলাদেশে (Bangladesh) বর্তমানে ডেঙ্গুর (Dengue) পরিস্থিতি জটিল হয়ে দাঁড়াচ্ছে। তারা আরও জানান , যথাযথ ব্যবস্থা না নিলে এটি মহামারীতে আকার নেবে।
উল্লেখ্য , ২০০০ সালে প্রথম ডেঙ্গুর প্রভাব দেখা যায় বাংলাদেশে (Bangladesh)। তবে ব্যতিক্রম দেখা যায় ২০২০ সালে । কারণ সেই বছর মহামারী দেখা গিয়েছিল। মহামারীর প্রকোপ থাকলেও , ২০২০ তে ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কম ছিল।
পাশাপাশি, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০  কভিডের পর ২০২১ সালে বাংলাদেশে (Bangladesh) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ২৮ হাজার ৪২৮ জন । যার মধ্যে ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত হয়ে মারা যায় ১০৫ জন। ২০২২ সালে  ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত হয় ৬২ হাজার ৩৮২ জন। আর এই বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে (Dengue) আক্রান্তের সংখ্যার রেকর্ড ভেঙে যায়। এই বছর ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত হয়েছে মোট ৩ লাখ ২১ হাজার ২৭ জন। যার মধ্যে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন । তবে, এই ডেঙ্গুর (Dengue)  বাড়বাড়ন্ত কীভাবে রোধ করা যায়, এখন সেই নিয়েই দফায় দফায় বৈঠক করছেন ওই দেশের বিশেষজ্ঞরা।