ad
ad

Breaking News

Bangladesh

Bangladesh:ঝড়ে লণ্ডভণ্ড নাসিরনগর, বিদ্যুৎহীন একাধিক বাড়ি

কালবৈশাখির জেরে এবার লণ্ডভণ্ড ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রায় ৪০টি বাড়ি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈদ্যুতিক খুঁটি সহ ইলেকট্রিক লাইন ভেঙে পড়েছে

Bangladesh : Storm-ravaged Nasirnagar, several houses without electricity

Bangla Jago Desk : কালবৈশাখির জেরে এবার লণ্ডভণ্ড ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রায় ৪০টি বাড়ি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈদ্যুতিক খুঁটি সহ ইলেকট্রিক লাইন ভেঙে পড়েছে।  রোববার রাত সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত নাসিরনগর উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়।

জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ৪০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বেরুইন গ্রামে বিদ্যুতের ৭টি বড় খুঁটিসহ ১৫টি খুঁটি উপড়ে পড়েছে। বিভিন্ন এলাকার অন্তত ৩০টি স্থানে বড় বড় গাছ ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়েছে।

এর মধ্যে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ১০ থেকে ১২টি বড় গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন তারের ওপর পড়েছে। পাশাপাশি, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বক্তব্য, উপজেলায় অন্তত ২০০ থেকে ২৫০টি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে উপজেলা সদরের নাসিরপুর গ্রামেই আছে ৪০টি মিটার। কালবৈশাখীতে উপজেলায় ১৩২টি গ্রামের জন্য থাকা ৮টি ফিডারে গতকাল রাত থেকে আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তৎপর হয়েছে প্রশাসন।