ad
ad

Breaking News

Bangladesh

Bangladesh:মানুষ পাচার কান্ডে গ্রেফতার তিন!

কিরগিজস্থানে ভালো কাজের সন্ধান ও মোটা টাকার মাইনে করে দেওয়ার নাম করে এক এক জনের থেকে ৫ লক্ষ ১২ হাজার টাকা করে নেয় জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল।

Bangladesh: three arrested in human trafficking!

Bangla Jago Desk: যেখানে সোনা, রুপো, গরু কিংবা কয়লা পাচার চক্রের সন্ধান পেয়ে বহুবার সফল হয়েছেন সিআইডি। সেখানে বাংলাদেশে মানব পাচারের মতো ভয়াবহ চক্রের পর্দা ফাঁস করল প্রশাসন। মঙ্গলবার ঢাকার পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলায় গ্রেফতার হলেন তিনজন।

সূত্রের খবর কিরগিজস্থানে ভালো কাজের সন্ধান ও মোটা টাকার মাইনে করে দেওয়ার নাম করে এক এক জনের থেকে ৫ লক্ষ ১২ হাজার টাকা করে নেয় জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল। যার বদলে এই সংস্থার তরফ থেকে তিনজনকে কিরগিজস্তানের ভিসা ও বিমানের টিকিট দেওয়া হয়। তবে ৭ এপ্রিল তাঁরা যখন বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছিলেন এবং তাঁদের যখন ইমিগ্রেশন অফিসারদের মাধ্যমে অনলাইনে ভিসার তথ্য দেখার চেষ্টা করা হয়, সেখানে তাঁরা কোনও ভিসারই তথ্য পাননি। যদিও ঘটনাটির পর প্রথমে কেবল মনে করা হচ্ছিল যে তাঁরা প্রতারিত হয়েছেন। তবে পরে যখন বিষয়টি নিয়ে তদন্তে নামেন সিআইডি আধিকারিকেরা সেই সময় উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য।

সিআইডি থেকে জানানো হয়েছে এদিন যে, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বতাধিকারী ইব্রাহীম মল্লিক নাহিদ একজন মানুষ পাচারকারী চক্রের প্রধান। এদিন তাকে সহ আরও দুজনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে একজন ছিলেন শারমিন হোসেন ওরফে লাবণী এবং অপর জন হোলেন আরিফুর রহমান ওরফে সাদী। পরে জানা যায় যে এই দুইজনও মানব পাচার চক্রের সঙ্গেই যুক্ত। আপাতত ঘটনায় তিনজনকে আটক করে জেল হেফাজতের মধ্যেই রাখা হয়েছে। এবং যে তিন জনকে ঘিরে এই তথ্য উঠে আসছে, অর্থাৎ যাদের বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছিল কিরগিজস্তানে তাঁরা আপাতত কিছুটা ভয়ের মধ্যেই আছেন। তবে বড় জোর বেঁচে গিয়েছেন এটা বলাইবাহুল্য।