ad
ad

Breaking News

T-Rex dinosaurs

লম্বায় প্রায় ১১ থেকে ১৫ মিটার, একাধিক টি-রেক্স ডাইনোসরের চেয়ে বেশি শক্তিশালী, কোথায় মিলল এমন ‘বাসুকি নাগ’

বিশ্বে এখনো পর্যন্ত যে দীর্ঘ সাপের ফসিলের দেখা মিলেছে। তার চেয়েও লম্বায় কয়েক গুন বড়ো, শক্তিতে একাধিক টি-রেক্স ডাইনোসরের চেয়েও বেশি।

About 11 to 15 meters long, stronger than many T-Rex dinosaurs, the 'Basuki Cobra' found where

Bangla Jago Desk, Mou Basu  : বিশ্বে এখনো পর্যন্ত যে দীর্ঘ সাপের ফসিলের দেখা মিলেছে। তার চেয়েও লম্বায় কয়েক গুন বড়ো, শক্তিতে একাধিক টি-রেক্স ডাইনোসরের চেয়েও বেশি। এমনই এক বিশালদেহী ‘বাসুকি নাগ’-এর ফসিলের দেখা মিলেছে গুজরাতের কচ্ছে। রুরকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা গুজরাতের কচ্ছে পানানধ্রো লিগনাইট মাইন থেকে ২৭টি একেবারে সঠিক অবস্থায় থাকা সাপের হাড় খুঁজে পেয়েছেন।

এগুলিকে পরপর সাজিয়ে পূর্ণবয়স্ক সাপের মেরুদণ্ড তৈরি করা গেছে। গবেষকদের দাবি, এতদিন পর্যন্ত দীর্ঘ সাপ বলে মনে করা হত টিটানবোয়াকে। কচ্ছের খনিতে মেলা ফসিল হওয়া সাপের দৈর্ঘ্য ১০.৯ থেকে ১৫.২ মিটারের মধ্যে। তবে এত বিশাল ওজন ও আকৃতির কারণে শিকারের খোঁজে তাড়াতাড়ি নড়াচড়া করতে পারত না সাপটি। যে জীবাশ্ম মিলেছে সেই সাপের বৈজ্ঞানিক নাম বিজ্ঞানীরা দিয়েছেন Vasuki indicus। পৌরাণিক বাসুকি নাগের নামে নামকরণ করা হয়েছে।

মনে করা হচ্ছে, ৫৬ থেকে ৩৪ মিলিয়ন বছর আগে ভারতের পাশাপাশি আফ্রিকা, ইউরোপের বিস্তৃত এলাকাতেও দেখা মিলত বিশালদেহী বাসুকির। মেরুদণ্ড ৩৮-৬২ মিলিমিটার লম্বা আর ৬২-১১১ মিলিমিটার চওড়া। বিশাল চওড়া ও সিলিন্ডারের আকারের দেহ ছিল। ২০০০ সালে প্রথম বার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় টিটানবোয়ার জীবাশ্ম মিলেছিল।