ad
ad

Breaking News

Kotak Mahindra Bank

আরবিআই-এর শাস্তির মুখে কোটাক ব্যাঙ্ক! অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি

অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই।

Kotak Mahindra Bank in the face of RBI punishment! Prohibited for an indefinite period

Bangla Jago Desk : বিপাকে পড়ল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। এর ফলে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত গ্রাহকদের চিন্তা বেড়ে গেল। কারণ রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোন কাজ করতে পারবে না এই ব্যাঙ্ক। কি কারণে এই বড়সড় শাস্তির  মুখে পড়ল ব্যাঙ্ক?

বড়সড় শাস্তির মুখে পড়ল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। মাহিন্দ্রা ব্যাঙ্ককে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। এরফলে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত গ্রাহকদের চিন্তা বেড়ে গেল। কারণ রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোন কাজ করতে পারবে না এই ব্যাঙ্ক। তবে কি কারণে শাস্তির মুখে পড়তে হল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে। জানা যাচ্ছে, তথ্য প্রযুক্তি সংক্রান্ত অডিটের রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি আরবিআই। সেই কারণেই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরবিআই বলছে, ২০২২ এবং ২০২৩ সালে ব্যাঙ্কের আইটি অডিটে উদ্বেগজনক রিপোর্ট এসেছে। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত একাধিক কাজে গলদ ধরা পড়েছে। সেই কারণেই আপাতত অনলাইন ব্যাঙ্ক বা মোবাইল ব্যাঙ্কিং বন্ধ রাখতে বলেছে তাঁরা। সাধারণ মানুষের ঝুঁকির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে রিজার্ভ ব্যাঙ্ক থেকে সবুজ সঙ্কেত না পেলে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আপাতত অনলাইনে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহকদের সংযুক্ত করতে পারবে না। পাশাপাশি নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে আরবিআই-এর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকদের চিন্তার কোন কারণ নেই । বর্তমানে গ্রাহকরা যেভাবে পরিষেবা পাচ্ছেন, সেভাবেই পরিষেবা পাবেন।