ad
ad

Breaking News

Hariana

Hariana BJP : সঙ্কট বাড়ল হরিয়ানায় বিজেপি সরকারের! লোকসভা ভোটের আগে কী এমন ঘটলো?

৩জন নির্দল এবার বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার করেই কংগ্রেসকে সমর্থন দেওয়ায় এই বিপত্তি বিজেপির।

Crisis increased in Haryana BJP government! What happened before the Lok Sabha polls?

Bangla Jago Desk : লোকসভা ভোটের আগে হরিয়ানায় অস্বস্তিতে নবাব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার। ৩জন নির্দল এবার বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার করেই কংগ্রেসকে সমর্থন দেওয়ায় এই বিপত্তি বিজেপির। বলা যায়, ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬ জন বিধায়কের সমর্থন। বর্তমানে দু’টি আসন খালি থাকায় সেই ম্যাজিক ফিগার  হল ৪৫। স্পিকার-সহ বিজেপির রয়েছে ৪০ জন বিধায়ক।   হরিয়ানা লোকহিত পার্টির গোপাল কান্ডাও সাইনি সরকারকে সমর্থন জানাচ্ছেন। ছ’জন নির্দলের মধ্যে চার জন সমর্থন তুলে নিলে গরিষ্ঠতা হারাবে বিজেপি।

বিরোধী শিবিরে কংগ্রেসে ৩০, জেজেপি ১০ এবং আইএনএলডি ১ জন বিধায়ক রয়েছেন। গত ১২ এপ্রিল মনোহরলাল খট্টরকে সরিয়ে সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। কিন্তু তাতেও বিপদ কাটছে না।নায়েব সিং সাইনিকে মেনে নিতে পারছেন না নির্দল বিধায়করা। আগামী ২৫মে লোকসভা ভোট রয়েছে।তার আগে এই সমর্থন প্রত্যাহার বিজেপির নার্ভের চাপ বাড়াল।  একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে অসন্তুষ্ট তিন বিধায়ক। সেই কারণেই শিবির বদল।

এদিকে কংগ্রেসের দাবি, ম্যাজিক ফিগার হারিয়েছে বিজেপি। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে রাজ্য। কংগ্রেসে আগেই জেজেপি বিধায়কের সমর্থন হারিয়েছে। এবার নির্দলরাও সমর্থন তুলে নিল। এর ফলে ৮৮ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ৪০ এসে ঠেকেছে। অবিলম্বে পদত্যাগ করতে হবে নবাব সিং সাইনিকে। পালটা প্রতিক্রিয়ায় হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু লোককে খুশি করছে কংগ্রেস। জনতার সঙ্গে যোগ নেই ওদের।