ad
ad

Breaking News

Indian Army

Indian Army : ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের নিয়ে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, এবার ব্রিগেডিয়ার পদে পদোন্নতির সম্ভাবনা

Bangla Jago Desk : ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের নিয়ে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট । সেনাবাহিনীতে মহিলাদের স্থায়িভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে সেনাবাহিনীতে থাকা মহিলা অফিসারদের ব্রিগেডিয়ার পদে পদোন্নতির ও সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃদ্ধি পাবে প্রত্যেক মহিলা অফিসারদের  মর্যাদা। মহিলা সেনাদের যোগদান নিয়ে ভারতীয় সেনাবাহিনীতে বড় পদক্ষেপ নেওয়া হল। এবার […]

Supreme Court's big move on women in Indian Army, this time the possibility of promotion to the rank of Brigadier

Bangla Jago Desk : ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের নিয়ে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট । সেনাবাহিনীতে মহিলাদের স্থায়িভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে সেনাবাহিনীতে থাকা মহিলা অফিসারদের ব্রিগেডিয়ার পদে পদোন্নতির ও সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃদ্ধি পাবে প্রত্যেক মহিলা অফিসারদের  মর্যাদা।

মহিলা সেনাদের যোগদান নিয়ে ভারতীয় সেনাবাহিনীতে বড় পদক্ষেপ নেওয়া হল। এবার থেকে ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী নিয়োগের ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে। কমব্যাট উইং ছাড়া সেনাবাহিনীর সব স্তরেই স্থায়ী ভাবে নিয়োগ করা হবে মহিলা বাহিনীদের। আগামী ৩ মাসের মধ্যে কেন্দ্রকে ভারতীয় সেনাবাহিনীতে এই নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরুষদের মত মহিলারাও সেনাবাহিনীর প্রত্যেকটি স্তরে যাতে সুযোগ পায় সেক্ষেত্রে নজর দেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে মহিলারা। তাই আজ এসে যদি মহিলাদের কে দুর্বল ভাবা হয় তাহলে পুরনো আমলের ধারণা প্রসূন করা হবে। যারা এখনও এই ধারনা মনে গেঁথে রেখেছে যে সব কাজ মেয়েদের জন্য নয়। তাদেরকে বিরক্তিকর বলেও মন্তব্য করেছে আদালত।

জানা গিয়েছে আগামী অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ারের পদোন্নতিবোর্ডের নির্বাচন হতে পারে। আগে ভারতীয় সেনাবাহিনীতে চিকিৎসা পরিষেবা ছাড়া আর কোন পদে নিয়োগ করা হত না মহিলাদেরকে। ১৯৯২ সাল থেকে সেনাবাহিনীর বিভিন্ন পদে মহিলাদের নিয়োগ শুরু হলেও সেটা কখনও স্থায়ী হয়নি। একজন স্থায়ী কমিশনড অফিসার হিসাবে অর্থাৎ মহিলারা আগে কোন দিনই ২০ বছর ধরে কাজ করতে পারেননি। প্রোমোশন ও পেনশেনের স্বপ্ন দেখা তো দূরের মহিলারা কেবল ১৪ বছরের জন্য কাজ করার সুযোগ পেতন। কিন্তু নতুন নির্দেশিকায় এবার থেকে তা আর হবে না , ভারতীয় সেনাবাহিনীতে সব স্তরেই স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা হবে মহিলাদের জন্য।