ad
ad

Breaking News

Air India

Air India : কর্মীসংকটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, বাতিল ৮০-টিরও বেশি বিমান

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় ৮০ টিরও বেশি উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

Air India Express due to staff shortage, more than 80 flights cancelled

Bangla Jago Desk : মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় ৮০ টিরও বেশি উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। একসঙ্গে একাধিক কর্মীর অসুস্থতার কারণে ছুটি নেওয়াই এই উড়ান বাতিলের প্রধান কারণ। যাকে ঘিরে বিতর্কের সূত্রপাত। গত মাসেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান সংস্থায় চূড়ান্ত অব্যাবস্থাপনার অভিযোগ ওঠে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কেবিন ক্রুদের একাংশের প্রতিনিধিত্বকারী এক ইউনিয়নের তরফ থেকে এই অভিযোগ করা হয়। একইসঙ্গে নয়া নিয়োগ পদ্ধতি নিয়েও দিন কয়েক ধরেই কর্মীদের মধ্যে দেখা দিয়েছিল অসন্তোষ।

এবার এই সমস্ত চাপানৌতরের মধ্যেই কর্মীসংকটে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। যার জেরে বিমান সংস্থার তরফ থেকে বাতিল করা হল ৮০টিরও বেশি বিমান। সমস্যায় পড়েন বিমান যাত্রীরা। জানা যায়, আচমকাই একসঙ্গে প্রায় ৩০০ জন কর্মী ছুটি নিয়ে নেন। তারা প্রত্যেকেই সিনিয়র কেবিন ক্রু বলে খবর। একেবারে শেষ মুহূর্তে নিজেদের অসুস্থতার কথা জানিয়ে ছুটি নেন প্রত্যেকে। সেইসঙ্গে সংস্থার তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সকলের মোবাইল বন্ধ পাওয়া যায়। যার জেরে কোনওভাবেই যোগাযোগ করাও সম্ভব হয় না তাদের সঙ্গে।

একসঙ্গে এতজন কর্মীর আচমকা ছুটি নেওয়ার প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। প্রায় ৮০ টিরও বেশ উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার ইন্ডিয়া মুখপাত্র জানান, কেবিন ক্রুদের একটা বড় অংশের আচমকা ছুটি নেওয়ার জেরে বিমান পরিষেবা বিলম্বিত হচ্ছে। বাতিল হয় অনেক বিমানও। একইসঙ্গে তারা জানান, বিষয়টি বোঝার জন্য কেবিন ক্রুদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য পরিষেবা স্বাভাবিক করতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ।