ad
ad

Breaking News

Tesla

বড় ঘোষণা : কর্মী ছাঁটাই করছে ইলন মাস্কের টেসলা, প্রথম ধাপেই বাদ পড়েছেন ৬৯৩ জন কর্মী

ইতিমধ্যে ৬৯৩ জন কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে

Elon Musk's Tesla lays off 693 workers

Bangla Jago Desk : ইলন মাস্কের সংস্থা টেসলা এবার কর্মী ছাঁটাইয়ের পথে। ইতিমধ্যে ৬৯৩ জন কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। প্রথম ধাপে দশ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। পরবর্তীতে এই ছাঁটাই ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। ছাঁটাই এর পক্ষে সহমত পোষণ করেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এর প্রভাব পড়তে চলেছে নেভাডা ও ক্যালিফোর্নিয়ায়। বিশ্ববাজারে টেসলার ইলেকট্রনিক্স গাড়ির বিক্রি কমে যাওয়া এর একটি অন্যতম কারণ বলে জানা গিয়েছে। এছাড়াও প্রতিযোগিতা বৃদ্ধি অপর একটি অন্যতম কারণ।

মার্কিন শ্রম আইন অনুযায়ী ছাঁটাই করা হলে তা সরকারের নির্দিষ্ট বিভাগে অন্তত ৬০ দিন আগে জানাতে হয়। ১০০ বা তার বেশি কর্মী ছাঁটাই করলে এই নিয়ম মানতে হয়। সেই নিয়ম অনুযায়ী টেসলা ৬৯৩ জন কর্মীর ছাটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ২০২৩ সালের শেষের দিকে বিশ্বব্যাপী বহু কর্মী নিয়োগ করেছিল টেসলা। সেই সংখ্যাটা ছিল ১ লক্ষ ৪০ হাজার। তবে ধাপে ধাপে বিশ্বব্যাপী কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে এই সংস্থা। জানা গিয়েছে ধাপে ধাপে প্রায় ২০শতাংশ পদ কমানোর পরিকল্পনা রয়েছে। এই ইলেকট্রনিক্স গাড়ি সংস্থা আগামী দিনে ২০ হাজারেরও বেশি পদ বাতিল করে দিতে পারে। খরচ কমানোর জন্য এই সিদ্ধান্ত নিতে চলেছে সংস্থাটি। তবে বিশ্বব্যাপী ব্যবসা বাড়ানোর যে লক্ষ্যে এগোচ্ছেন ইলন মাস্ক তা অব্যাহত থাকবে।

পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকট্রনিক্স গাড়ির চাহিদা বাড়ছে। সেই গাড়ির বাজার ধরতে মরিয়া টেসলা। কর্মী ছাঁটাই সম্পর্কে সংস্থার প্রধান ইলন মামাস্ক মন্তব্য করেছেন, এটা খুব কঠিন সিদ্ধান্ত। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে সবচেয়ে ভালো হতো। তবে সংস্থার স্বার্থে এটা করতেই হচ্ছে। টেসলার মত সংস্থার এ ধরনের সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে আলোড়ন ছড়িয়েছে। ব্যবসায়িক বিশেষজ্ঞ মহলে এ নিয়ে শুরু হয়েছে চর্চা। যে ইলেকট্রনিক গাড়ির চাহিদা দিনকে দিন বাড়ছে সেই জায়গায় কেন কর্মী ছাঁটাই এর পথে হাঁটতে হচ্ছে টেসলাকে এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।