ad
ad

Breaking News

Jawaharlal Nehru

নেহেরু ছিলেন সংরক্ষণ বিরোধী? SC/ST সংরক্ষণের বিরুদ্ধে? বিজেপির হাতিয়ার পুরনো খবরের কাগজের ক্লিপিংস

লোকসভা নির্বাচন চলছে দেশজুড়ে। ইতিমধ্যে তৃতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। দেশের শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী কংগ্রেসের নির্বাচনী প্রচারে উঠে এসেছে একাধিক ইস্যু। এর মধ্যে উল্লেখযোগ্য সংরক্ষণ ইস্যু।

Nehru was anti-conservation? Against SC/ST reservation? BJP's tool is old newspaper clippings

Bangla Jago TV: লোকসভা নির্বাচন চলছে দেশজুড়ে। ইতিমধ্যে তৃতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। দেশের শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী কংগ্রেসের নির্বাচনী প্রচারে উঠে এসেছে একাধিক ইস্যু। এর মধ্যে উল্লেখযোগ্য সংরক্ষণ ইস্যু। কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহারে এই বিষয়টির উপর জোর দিয়েছে। কংগ্রেস নেতারা রাহুল গান্ধী বিভিন্ন জনসভায় দাবি করেছেন তারা ক্ষমতায় এলে দেশে ৫০ শতাংশ সংরক্ষণ আরও বাড়িয়ে দেবেন। দেশের এস সি, এস টি, ওবিসি-র পাশাপাশি দরিদ্র মানুষদের জন্যও বিশেষ ব্যবস্থার কথা বলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি বিজেপি সংরক্ষণ বিরোধী। বিজেপি শীর্ষ নেতৃত্বের বক্তব্যে একাধিকবার উঠে এসেছে তারা সংরক্ষণ তুলে দিতে চাই। আর এই নিয়ে দু’পক্ষের রাজনৈতিক তরজা তুঙ্গে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ‘ধর্ম’কে হাতিয়ার করে তাদের সংরক্ষণ বিরোধী মনোভাব থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে। এবার বিজেপির হাতিয়ার পুরনো সংবাদপত্রের একটি ক্লিপিংস।

বিজেপির মুখপাত্র মনোজ মালব্য পুরনো সংবাদপত্রের একটি ক্লিপিংস এক্স হ্যান্ডেল-এ পোস্ট করেছেন। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটি ‘কোড’ রয়েছে। সংরক্ষণ নিয়ে জওহরলাল নেহেরুর মনোভাব প্রকাশ পেয়েছে ওই সংবাদপত্রে প্রকাশিত জওহরলাল নেহেরুর বক্তব্যের মধ্য দিয়ে। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন তিনি এসসি, এসটি সংরক্ষণের বিরুদ্ধে। এ ধরনের সংরক্ষণ তাদের হিনমন্যতাকে প্রকাশ করে।

নেহেরুর এই ক্লিপিংসকে সামনে রেখে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংরক্ষণ ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র। কংগ্রেস আদতে কতটা সংরক্ষণ পন্থী তা বোঝাতে পুরনো সংবাদপত্রের ক্লিপিংস এখন বিজেপির হাতিয়ার। অবশ্য এই নিয়ে কংগ্রেসের বক্তব্য, সাধারণ মানুষ বুঝে গিয়েছে বিজেপি ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেবে। দেশজুড়ে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষরা আতঙ্কে ভুগছেন। তার প্রভাব পড়বে ভোট বাক্সে। এটা বুঝতে পেরেই এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। তবে তা কাজে আসবে না বলে মনে করে কংগ্রেস।