ad
ad

Breaking News

Arvind Kejriwal

কেজরিওয়ালকে তিরস্কার করল দিল্লি হাইকোর্ট, কিন্তু কেন এই কড়া বার্তা ?

দিল্লি হাইকোর্টে ব্যাপক ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Delhi High Court scolded Kejriwal, but why this harsh message?

Bangla Jago Desk: দিল্লি হাইকোর্টে ব্যাপক ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।এবার কড়া বার্তা দিল আদালত। শুক্রবার আদালত মন্তব্য করেছে, কেজরিওয়াল জাতীয় স্বার্থের ওপর ব্যক্তিগত স্বার্থ দেখছেন।একইসঙ্গে তাঁকে সাফ জানানো হয়েছে,কেজরিওয়াল নিজের কথা ছাড়া আর কারুর কথা ভাবছেন না।

গত এক মাস ধরে জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।২০২১-২২-র আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট  । জেলে থেকেই বিভিন্ন সরকারি নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল।

আপের দলের তরফেও বলা হয়েছে, জেলবন্দি অবস্থাতেই সরকারের কাজ চালাবেন তিনি।   এরমাঝে কেজরির ইস্তফার দাবিতে আদালতে মামলা দায়ের হয়েছে।তাই হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর কেজরিওয়াল কী সিদ্ধান্ত নেন সেটাই বড় বিষয়।