ad
ad

Breaking News

Chhattisgarh

ভোট চলাকালীন বিরাট কান্ড, নিজেরই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান! কোথায়? কেন?

এই তালিকায় রয়েছে ছত্তিশগড়ের মহাসমুন্দ লোকসভা আসনও।

Chhattisgarh soldier commits suicide by firing his own firearm

Bangla Jago Desk : শুক্রবার সকাল থেকে দেশের ১৩ রাজ্যের ৮৯ কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই তালিকায় রয়েছে ছত্তিশগড়ের মহাসমুন্দ লোকসভা আসনও। মাওবাদী ওধ্যুসিত এলাকায় সকল আতঙ্ক উপেক্ষা করে এই কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। এই লোকসভা কেন্দ্রের গরিয়াবন্দ এলাকায় নির্বাচন চলাকালীন গুলি চলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মৃত্যু হয় নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নিজেরই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান।

ছত্তিশগড় মাওবাদী অধ্যুষিত হওয়ায় কড়া নিরাপত্তার বেষ্টনিতে ভোটগ্রহনের ব্যাবস্থা করা হয়। নিরাপত্তায় যাতে কোনও রকম খামতি না থাকে তার জন্য প্রতিবেশী রাজ্যগুলি থেকেও সেখানেআধাসেনা আনা হয়েছে । এখানেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন মধ্যপ্রদেশের রাজপুরের বাসিন্দা জিয়ালাল পওয়ারস নাম এক জওয়ান। আধাসেনা জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় এক প্রাথমিক স্কুলে। জানাগিয়েছে শুক্রবার কোনও ডিউটি দেওয়া হয়নি তাঁকে। রিজার্ভ হিসেবে ছিলেন তিনি।

অভিযোগ, শুক্রবার সকাল ৯.৩০ নাগাদ স্কুলের মধ্যেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন জিয়ালাল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্পেশাল আর্মড ফোর্সের ৩৪ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন জিয়ালাল। কেন তিনি আত্মহত্যা করলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোট। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ওই জওয়ানের রাইফেল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মোট ২ রাউন্ড গুলি চলে রাইফেল থেকে। কেন ওই জওয়ান আত্মহত্যা করলেন, জানার চেষ্টা চলছে।