ad
ad

Breaking News

Lok Sabha Election 2024

Loksabha Elections 2024: দ্বিতীয় দফার ভোটে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটদানের হার ৬০.৯৬ %

১৮ তম সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফায় এদিন মোট ৮৮টি লোকসভা কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলেছে

60.96% turnout till 7 pm in the second phase of polling.

Bangla Jago Desk : শুক্রবার দেশব্যাপী সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। ১৮ তম সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফায় এদিন মোট ৮৮টি লোকসভা কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলেছে। ৮৮টি লোকসভা মিলিয়ে প্রায় ১২০০-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটদানের হার ৬০.৯৬ %। এদিন সাংবাদিক বৈঠকে, জাতীয় নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন- ” শুক্রবার শান্তিপূর্ণভাবেই ১৩টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফার ভোট হয়েছে। ভোটদানের হার ছিল ৬০.৯৬%।” দ্বিতীয় দফায় ভোট হয়েছে যথাক্রমে; কেরালার ২০টি কেন্দ্রে, কর্ণাটকের ১৪টি কেন্দ্রে, রাজস্থানের ১৩টি কেন্দ্রে, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের ৮টি কেন্দ্রে, মধ্যপ্রদেশের ৭টি কেন্দ্রে, অসম ও বিহারের ৫টি কেন্দ্রে, পশ্চিমবঙ্গ ও ছত্তিসগড়ের ৩টি কেন্দ্রে এবং মণিপুর, ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের ১টি কেন্দ্রে।