ad
ad

Breaking News

Holi Security

দোলে শহরে মোতায়েন তিন হাজার পুলিশ, কড়া নিরাপত্তা শহর জুড়ে

অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়

Three thousand policemen were deployed in kolkata on the day of Dol and Holi

Bangla Jago Desk : আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরেই পালিত হবে সবথেকে রঙিন দোল উৎসব। উৎসবের আমেজ যেমন রয়েছে তেমনি দোল ও হোলি নিয়ে বিশেষ সর্তকতা নিচ্ছে কলকাতা পুলিশ। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে এদিন ৩০০০ পুলিশ মোতায়েন থাকবে সম্পূর্ণ কলকাতা শহর জুড়ে। ৭০ টি ঘাটে প্রস্তুত করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে।

প্রতিটি ঘাটেই বিশেষ নজরদারি ডাকবে সংশ্লিষ্ট থানার অফিসাররা। ২৫ ও ২৬ তারিখ রাস্তায় থাকছে ২৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। এছাড়াও ৩৫০ টি পিকেট তৈরি করা হয়েছে বিভিন্ন এলাকায়।

জানা যাচ্ছে, সাদা পোশাকের পুলিশ মোতায়ন করা থাকবে শহরে। থাকবে ৫৮ টি পিসিআর ভ্যান, ৪৪টি মোটরসাইকেল পেট্রোলিন বাহিনী। সকালে ২৭ টি এবং রাতে ১৯ টি এইচআরএফএস, এছাড়াও মহিলাদের নিরাপত্তার জন্য শহরে মোতায়েন থাকবে উইনারস বাহিনী। তারা বিভিন্ন এলাকায় নজর রাখবে।