ad
ad

Breaking News

Kolkata Municipal Corporation

Kolkata Municipal Corporation : অশোভন দৃশ্যে ‘না’, বিজ্ঞাপনে নয়া নিয়ম কলকাতা পুরসভার

অবশেষে মিটতে চলেছে সেই জটিলতা ৷

Kolkata Municipality's new rules in advertising

Bangla Jago Desk : নয়া বিজ্ঞাপন নীতি তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে কলকাতা পুরসভায়৷ অবশেষে মিটতে চলেছে সেই জটিলতা ৷ লোকসভা নির্বাচনের পর্ব মিটলেই অধিবেশনে নতুন বিজ্ঞাপন নীতি আলোচনা হতে চলেছে বলে জানা গেছে ৷ নয়া বিজ্ঞাপন নীতিতে নিয়ে আসা হয়েছে বেশ কিছু কড়া ব্যবস্থা ৷ ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ড  বা হোর্ডিং, ব্যানারে    যৌন দৃশ্য বা অশালীন, উত্তেজক ছবি কোনও ভাবেই বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না বলে স্পষ্টভাবে জানাতে চায় পুরপ্রশাসন। নিয়ম মানা না হলে বিজ্ঞাপন এজেন্সির পুনর্নবীকরণ করা হবে না ৷ নতুন বিজ্ঞাপন নীতি লাগু হলে দেশে প্রথম কোনও পুরসভা এমন নীতি প্রণয়ণের তকমা পাবে বলে জানা গিয়েছে ৷

এমন নীতিকে স্বাগত জানাচ্ছেন শহরের বেশিরভাগ নাগরিক । কলকাতা পুরসভা সূত্রে খবর, বছর তিনেক আগে নয়া বিজ্ঞাপন নীতি তৈরির কথা হলেও নানা কারণে সেই কাজ হয়ে ওঠেনি ৷ পরবর্তী সময় যে নীতি তৈরি হয় সেই নীতি বাতিল করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম । ফের নতুন কমিটি গড়ে নতুন খসড়া প্রস্তুত করা হয়েছে । পুরনো কমিটির কিছু প্রস্তাব বাদ দেওয়া হয়। নতুন কমিটি কিছু প্রস্তাব যোগ করে । কলকাতার পুরনো বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয় পুরসভার তরফে ।  প্রথম দিকে   এজেন্সি গুলোর মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় । তাদের বক্তব্য, বেশ কিছু পরিষেবা বা পণ্যের ক্ষেত্রে এমন কিছু ছবি ব্যবহার করতে হয়, যাতে সম্ভাব্য ক্রেতার নজর কাড়তে হয়  ।

যদিও আলোচনার মধ্য দিয়ে সেই সমস্যার সমাধান করা হয় ।সবথেকে বড় বিষয়,পুরসভার এই    সিদ্ধান্তে খুশি নাগরিকদের বড় অংশ । তাদের বক্তব্য, যেকোনও বিজ্ঞাপনের ক্ষেত্রেই দৃষ্টিকটু ছবি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ । সুতরাং নয়া এই আইনে এটা বন্ধ হলে ভালো হয় । শিশু মনে তার প্রভাব পরে না । এই বিষয়ে কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, বর্তমান সময় বেশ কিছু বিজ্ঞাপন এমন কিছু দৃশ্য বা ছবি ব্যবহারে অশ্লীলতার সীমা ছাড়িয়ে যায় । ফলে তার নেতিবাচক প্রভাব পড়ে সমাজ জীবনে । তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সমস্ত বিজ্ঞাপনী সংস্থাকে সতর্ক করা হয়েছে ৷