ad
ad

Breaking News

Fire

Big Breaking : রাতের কলকাতায় চলন্ত গাড়িতে আগুন, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

Bangla Jago Desk : মধ্যরাতে  খাস কলকাতায় (Kolkata) চলন্ত গাড়িতে আগুন । ঘটনাটি ঘটেছে উল্টোডাঙ্গা ফ্লাইওভার । এই  ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটার সাথে সাথে  ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ।  আগুন নেভাতে আসা  দমকলের ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হলেও, আগুনের এতটাই দাপট ছিল যে আগুনের লেলিহানে  পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। দমকলের […]

Fire in a moving car in Kolkata at night

Bangla Jago Desk : মধ্যরাতে  খাস কলকাতায় (Kolkata) চলন্ত গাড়িতে আগুন । ঘটনাটি ঘটেছে উল্টোডাঙ্গা ফ্লাইওভার । এই  ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটার সাথে সাথে  ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ।  আগুন নেভাতে আসা  দমকলের ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হলেও, আগুনের এতটাই দাপট ছিল যে আগুনের লেলিহানে  পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।

দমকলের তরফ থেকে জানানো হয়েছে, মূলত শর্ট সার্কিট এর ফলেই গাড়িতে আগুন লাগে। গাড়ির মধ্যে ধোঁয়া দেখতে পেয়ে গাড়ির চালক গাড়ি থেকে নেমে আসে। মুহূর্তের মধ্যে ওই গাড়িটি আগুনের কবলে চলে আসে।





[ আরও পড়ুন : জাতীয় সড়কে তিনটি গাড়িতে অগ্নিকাণ্ড,ঘটনাস্থলে ২ টি ইঞ্জিন]

ইতিমধ্যেই ঘটনাস্থলে লেকটাউন থানা পুলিশ পৌঁছেছে। কি করে আগুন লাগলো তা তারা খতিয়ে দেখছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে।  এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উল্টোডাঙ্গা ফ্লাইওভারে অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়।