ad
ad

Breaking News

VVPAT

প্রতিটি ভিভিপ্যাট মিলিয়ে দেখার আর্জি খারিজ, ব্যালট নয় ভোট হবে ইভিএম-এ, নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে জানিয়েছে, ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সংরক্ষিত রাখতে হবে।

Petition to compare each VVPAT rejected, ballot not voting will be done in EVM, Supreme Court orders

Bangla Jago Desk : ইভিএমের ‘বিরোধিতা’ করে দায়ের হওয়া সমস্ত মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। ভোট চলাকালীন সুপ্রিম কোর্টে স্বস্তি নির্বাচন কমিশনের। ইভিএমের সঙ্গে প্রত্যেকটি ভিভিপ্যাট মিলিয়ে দেখার আর্জিও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট আগামী দিনে ব্যালট পেপারে ভোটগ্রহণের আর্জিও খারিজ কজরে দিয়েছে।

ভোট হবে ইভিএমেই। এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে জানিয়েছে, ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সংরক্ষিত রাখতে হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল।

বিগত দুই বছরেরও বেশি সময় ধরে এই মামলার শুনানি চলছিল। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ রায় দিল। রায়ে ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।