ad
ad

Breaking News

Madhyamik - Hs Result 2024 Date

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ কবে এবং কোন ওয়েবসাইড থেকে জানা যাবে , জানুন

ভোটের উত্তাপে তপ্ত বাংলাও। সাত দফার লোকসভা নির্বাচন শেষ হচ্ছে ১ জুন। ভোটের  রেজাল্ট ৪ জুন।এরইমধ্যে আবার বের হওয়ার কথা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজাল্ট

Know when and from which website the results of secondary and higher secondary will be announced

Bangla Jago Desk : ভোটের উত্তাপে তপ্ত বাংলাও। সাত দফার লোকসভা নির্বাচন শেষ হচ্ছে ১ জুন। ভোটের  রেজাল্ট ৪ জুন।এরইমধ্যে আবার বের হওয়ার কথা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজাল্ট।  অবশেষে ঘোষণা হয়ে গিয়েছে ফল প্রকাশের তারিখ। ২ মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। আর তার এক সপ্তাহের মধ্যে বের হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।

৮ মে বের হচ্ছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় বের হচ্ছে ফল। এদিকে ভোট চলছে গোটা রাজ্যেই। বুথ পড়েছে স্কুলগুলিতে। সে ক্ষেত্রে রেজাল্ট কীভাবে পরীক্ষার্থীরা হাতে পাবেন তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল।

আগে শোনা গিয়েছিল, ফল প্রকাশ হয়ে গেলেও রেজাল্ট পেতে পেতে আরও ১৫ দিন সময় লেগে যেতে পারে। যদিও এখন জানা গেল ফলপ্রকাশের দিনই মিলবে মার্কশিট। সংসদের ওয়েবসাইটেও দেখা যাবে রেজাল্ট।