ad
ad

Breaking News

ISL

ফাইনালে টিকিট নিয়ে হাহাকার, প্রস্তুতি সাড়তে শহরে রাহুল ভেকেরা

এই যুবভারতীতেই এই মরশুমে দুইবার স্বপ্নভঙ্গ হয়েছে মুম্বইয়ের৷ কাকতালীয় ভাবে দুইবারই মোহনবাগানের কাছেই হার‍তে হয় মুম্বইকে। ২৭শে অগাস্ট মোহনবাগানের কাছে হেরে ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় মুম্বইকে।

Rahul Vekera is in the city to prepare for the final ticket

Bangla Jago Desk : শনিবার আইএসএলের ফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মোহনাবাগান সমর্থকদের জন্য ৪০ হাজার টিকিট ছাড়া হয়েছে। ১০ হাজার টিকিট রাখা হয়েছে মুম্বই সমর্থকদের জন্য। ১০ হাজার টিকিট আইএসএল ম্যানেজমেন্টের জন্য রাখা হয়েছে। ইতিমধ্যেই অনলাইন টিকিট বিক্রি করা সংস্থার পক্ষ থেকে ‘সোল্ড আউট’-এর বিবৃতি দেওয়া হয়েছে। যুবভারতী যে আবারও মোহনভারতী হয়ে যাবে সে বিষয়ে সন্দেহ নেই৷ জানা যাচ্ছে, মাঠে উপস্থিত থাকতে পার বলিউডের তারকারা। এমনকি মাঠে উপস্থিত থাকতে পারে মুম্বই সিটি-র অন্যতম মালিক রনবীর কাপুর এবং তাঁর স্ত্রী আলিয়া ভাট। উপস্থিত থাকার কথা আছে অমিতাভ বচ্চন এবং অজয় দেবগনের। এছাড়াও মাঠে উপস্থিত থাকবে মুম্বই সিটি এফসির সমর্থকেরা।

এই যুবভারতীতেই এই মরশুমে দুইবার স্বপ্নভঙ্গ হয়েছে মুম্বইয়ের৷ কাকতালীয় ভাবে দুইবারই মোহনবাগানের কাছেই হার‍তে হয় মুম্বইকে। ২৭শে অগাস্ট মোহনবাগানের কাছে হেরে ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় মুম্বইকে। আর কয়েকদিন আগেই ১৪ই এপ্রিল আইএসএল-এর লিগ শিল্ডের অঘোষিত ফাইনালে হেরে লিগ শিল্ড হাতছাড়া হয় মুম্বইয়ের। তারপর মুম্বই কোচ পিটার ক্রেটকি ড্রেসিংরুমে প্লেয়ারদের সাথে কথা বলে। এমনকি প্রত্যেক প্লেয়ারদের সাথে আলাদাভাবে কথা বলেন তিনি। ছাংতে-কে নিয়েও আলাদা ভাবে কথা বলেন, তার ফল পরবর্তী ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে পেয়েছে। ছাংতে সেমিফাইনালের দুটি ম্যাচে তিনটি গোল করেছেন। বলা যায় ছাংতে দারুন ছন্দে রয়েছেন। ক্রেটকির মতে, ১৪ তারিখের ম্যাচে প্লেয়াররা আত্মতুষ্টিতে ভুগছিল। যেহেতু লিগ জয়ের জন্য শুধু প্রয়োজন ছিল ড্র। আত্মতুষ্টিতে ভোগার কারণে প্লেয়াররা এই ম্যাচে জয়ের জন্য ঝাঁপাইনি। হারের হ্যাট্রিক রুখতে আইএসএল ফাইনাল কে ঘিরে মুম্বই কোচ নতুন ভাবে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছেন। ২ মে তাই দলবল নিয়ে কলকাতা এসে যাচ্ছে মুম্বই।