ad
ad

Breaking News

MOHONBAGAN

ISL MOHONBAGAN : স্বপ্নভঙ্গ সবুজ মেরুনের ,এক দশকে সাফল্যের শীর্ষে মোহনবাগান

স্বপ্নভঙ্গের রাত। আইএসএল কাপ হাতছাড়া সবুজ মেরুন শিবিরের। ফাইনালে মুম্বাই এফসির কাছে মোহনবাগান সুপারজায়েন্ট মাথা নোয়ালো এক- তিন গোলে

ISL MOHONBAGAN : Mohun Bagan is at the peak of success in a decade of dream breaking green maroon

Bangla Jago Desk : স্বপ্নভঙ্গের রাত। আইএসএল কাপ হাতছাড়া সবুজ মেরুন শিবিরের। ফাইনালে মুম্বাই এফসির কাছে মোহনবাগান সুপারজায়েন্ট মাথা নোয়ালো এক- তিন গোলে। ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হলেও কোটি কোটি সবুজ মেরুন সমর্থক গাইতে পারেন সাফল্যের জয়গান। গত এক দশকে মোহনবাগানের ইতিহাস সাফল্যে মোরা। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ভারতের সেরা ক্লাব মোহনবাগান। গত ১০ বছরে মোহনবাগান তাবুতে ঢুকেছে দুটি আই লিগ একটা আইএসএল লিগ শিল্ড এবং একটি আইএসএল কাপ।

একই সঙ্গে জয়ের শিরোপা উঠেছে ফেড কাপ থেকে ডুরান্ড কাপে। সাফল্যের শুরুটা হয়েছিল ২০১৫ ৩১শে মে আই লিগ জয় থেকে। বেঙ্গালুরুতে সেদিন সাফল্যের মুখ দেখেছিল সবুজ মেরুন শিবির। কোচ সঞ্জয় সেন ের নেতৃত্বে জয়ের সাফল্য অব্যাহত ছিল পরের মরশুমেও । সেবার আই লিগ জয় না হলেও সবুজ মেরুন সাফল্য পেয়েছিল ফেড কাপে। দেশের সেরা খেতাব জেতে মোহনবাগান। মাঝের কটা বছর সেভাবে সাফল্য আসে নি মোহনবাগান শিবিরে। ২০১৬-১৭ তে অল্পের জন্য আই লিগ খেতাব হাতছাড়া হয়। ২০১৯ পর্যন্ত সেভাবে সাফল্য দেখেনি ক্লাবটি। সে সময় টানা লীগ জিত ছিল ইস্টবেঙ্গল। শংকরলাল চক্রবর্তীর মোহনবাগান ঘরোয়া লীগে অবসান ঘটায় লাল হলুদের দাপট।

পরের বছর মোহনবাগানের দ্বিতীয় আই লিগ জয়। এরপর কর্পোরেটের হাত ধরে আই এস এল এ নামে সবুজ মেরুন। প্রথম মরশুমে চ্যাম্পিয়নের খেতাব জয় না হলেও 2023 এ আই এস এল এর শিরোপা নিয়ে আসে সবুজ মেরুন। আই এস এল লীগ শিল্ড জয়ের আফসোস মোহনবাগান মিটিয়েছে চলতি মরশুমে। তবে আইএসএল কাপ জিতে চলতি মরশুমে ত্রি মুকুট জিতে নেওয়ার স্বপ্নপূরণ হলো না মোহনবাগানের। তবে গত এক দশকে মোহনবাগান যে ধারাবাহিকতা বজায় রেখেছে। তা নিঃসন্দেহে সবুজ মেরুন সমর্থকদের কাছে গর্বের।