ad
ad

Breaking News

MohunBagan

MohunBagan: ব্যার্থতা ভুলে ACL-2 এ নজর কামিন্সদের

ম্যাচ হারের পরেই হতাশায় মাঠে বসে পড়েছিলেন অধিনায়ক শুভাশিস বসু। অপর দিকে জয়ের উল্লাসে মুম্বই কোচ পিটার ক্রাটকিকে তখন শূন্য ছুঁড়ছিলেন ছাংতেরা।

MohunBagan: Forget failure, Cummins eyes ACL-2

Bangla Jago Desk : ”এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া”- ম্যাচ হারার পরে হয়তো অভিজিৎ সিং-এর এই গানের লাইনটার মতোনই মোহনবাগান সমর্থকদের এত সব আয়োজন, আইএসএল ট্রফি ছাড়া যেন সব কিছুই বৃথা। ম্যাচ হারের পরেই হতাশায় মাঠে বসে পড়েছিলেন অধিনায়ক শুভাশিস বসু। অপর দিকে জয়ের উল্লাসে মুম্বই কোচ পিটার ক্রাটকিকে তখন শূন্য ছুঁড়ছিলেন ছাংতেরা।

ম্যাচের শেষে যেসকল মোহনবাগান সমর্থক গ্যালারিতে ছিলেন, যারা আশা করে এসেছিলেন হাবাসকে নিয়ে মনবীররা হয়তো এরকমটা করবেন তাঁরা শুক্রবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এই দৃশ্যগুলোই। ম্যাচ শেষের এরকম দৃশ্য যেন কয়েক ঘণ্টা আগেও মোহনবাগান সমর্থকরা আঁচ করতে পারেননি। দিমিত্রিরা মাঠ ছাড়লেন কখন তা টেরও পেলেন না বহু সমর্থক। বহু আগেই চলে গিয়েছেন সমর্থকরা। গ্যালারি থেকে বাড়ির পথে হাঁটতে থাকা সমর্থকদের মুখে হতাশার ছাপ স্পষ্ট। ত্রিমুকুটের এত কাছে এসেও ফিরে যেতে হচ্ছে, এর আফশোস অনেকদিন থাকবে তাও বেশ বোঝা যাচ্ছে।

এবছরের প্রাপ্তি কিন্তু কম নয়। ২৩ বছর পর ডুরান্ড কাপ জয় এবং প্রথমবারের মতোন আইএসএলের লিগ শিল্ড জয়ে কিন্তু বেশ ভালোভাবেই মরশুম শেষ করেছে। দিমিত্রি পেত্রাতোস এ বিষয়ে বলছিলেন, সেদিন তাদের দিন ছিল না। সবাই চেষ্টা করেও জিততে পারেনি। তবে মাঠে সবাই ১০০ শতাংশ দেওয়ায় গর্বিত দিমিত্রিরা।ম্যাচ শেষ করে কামিন্স এর বক্তব্য, মরশুমটা ভালোই কাটলো। সারা মরশুম জুড়ে সমর্থকদের দেওয়া ভালোবাসার কথাও বলেন৷ ফাইনালে সেরাটা না দিতে পারলেও পুরো মরশুমটা উপভোগ করেছে কামিন্স। পরের মরশুমে ফেরার কথাও বলে গেলেন তিনি। সবশেষে তিনি ACL 2-ই যে মূল লক্ষ্য তা বলতে ভোলেননি। চ্যালেঞ্জটা মোহনবাগানের জন্য কঠিন হতে চলেছে তা বেশ বোঝাই যাচ্ছে।