ad
ad

Breaking News

IPL 2024

IPL 2024 : বিশ্বমানের খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন শুভমন গিল : টম মুডি

সিএসকের  বিপক্ষে শুভমান এবং সাই সুদর্শন  তাদের 210 রানের পার্টনারশিপ গড়ে ।   আর এর মাধ্যমে আইপিএলের একাধিক  রেকর্ড ভেঙে দিয়েছেন ।

IPL 2024: Shubman Gill Achieves World Class Player Status: Tom Moody

Bangla Jago Desk : চেন্নাই সুপার কিংস কে ৩৫ রানে হারিয়ে  গুজরাট টাইটান্স  এবার প্লে অফের আসা বাঁচিয়ে রাখল। আইপিএলের ৫৯ নাম্বার ম্যাচের গুজরাট টাইটান্সের শুভমান গিল ও সাঁই  সুদর্শন মিলে ২০০ রানের স্কোর করেন । গিল ৫৫ বলে ১০৪ রান করেন অপরদিকে সাই সুদর্শন ৫১ বলে ১০৩ জন করেন। রিদ্ধিমান সাহা, চোট পেয়ে ছিটকে যাওয়ার জন্য সুযোগ পেয়েছিলেন সাই সুদর্শন।  আর সুযোগ পেয়েই তিনি শতরান করলেন।

সিএসকের  বিপক্ষে শুভমান এবং সাই সুদর্শন  তাদের 210 রানের পার্টনারশিপ গড়ে ।   আর এর মাধ্যমে আইপিএলের একাধিক  রেকর্ড ভেঙে দিয়েছেন ।  তাদের এই পারফরম্যান্স দেখে
টম মুডি ব্যাখ্যা করেছেন এই স্কোরের মাধ্যমে এটা বিশ্বমানের খেলোয়াড়ের মর্যাদা অর্জন করে নিশ্চিত ভাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দল সেই দলে কেন শুভমান নেই তা নিয়েও তিনি বেশ হতাশ। রান করার হিসেবে এটি ব্যাপক প্রভাব ফেলবে এমনটাই মনে করছেন মুডি । উল্লেখ্য এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের যে স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড সেখান শুভমন গ্রিলের নাম নেই । টম মুডি যে বক্তব্য রেখেছেন সেখানে স্পষ্ট হচ্ছে বিশ্বমানের ক্রিকেট খেলার ক্ষমতা যার রয়েছে তাকে কেন রাখা হলো না স্কোয়াডে । হার্দিক পান্ডিয়া  মুম্ব্ইয়ে  চলে যাওয়ার পরে, গুজরাট টাইটান্সের নেতৃত্বের ভার   শুভমান গিলের কাঁধে গিয়ে  পড়ে।