ad
ad

Breaking News

Mohunbagan

তবে কি দিমি-কামিন্সের সতীর্থ এবার মোহনবাগানে?

মোহনবাগান নিজেদের নতুন বিদেশির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে

New player in mb

Bangla Jago Desk : আইএসএল-এর প্রথম সেমিফাইনাল প্রথম লেগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলবেনিয়ান আর্মান্দো সাদিকু। লাল কার্ড দেখায় পরের ম্যাচ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। পরে অবশ্য জানা যায়, এআইএফএফ তাঁকে চার ম্যাচের জন্য নির্বাসন করেছে। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এ বিষয়ে এআইএফএফ -এর কাছে কোনরকম শাস্তি কমানোর আবেদন করা হয়নি। এই মরশুমে তিনি সব মিলিয়ে ৩৫ টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন মাত্র ১১টি এবং গোল করিয়েছেন মাত্র একবার। যার মধ্যে আইএসএল-এই ৮টি গোল করেছেন এবং ১টি করিয়েছেন। এই মরশুম তাঁর যে খুব একটা ভালো যায়নি তা স্ট্যাট দেখেই বলা যায়। গোল করার খুব সহজ সুযোগও অনেকবার মিস করেছেন। তাই কি এবার সাদিকুকে বদলে ফেলার সময় এসে গেছে? তাহলে কি সাদিকুর জায়গায় আসতে চলেছে নতুন বিদেশি? তবে কে সেই নতুন বিদেশি?

সূত্রের খবর অনুযায়ী, মোহনবাগান নিজেদের নতুন বিদেশির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়ান লিগে খেলা জেমি ম্যাক্লারেন’কে নাকি ইতিমধ্যেই অফার করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। ২০১৮ সালে দিমি এবং ম্যাক্লারেন দু’জনেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ছিল। ২০২২ বিশ্বকাপে আবার কামিন্সও এই ম্যাক্লারেনের সাথে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছিল। বর্তমানে ম্যাক্লারেনের মার্কেট ভ্যালু ১৪.৪ কোটি রুপি। অস্ট্রেলিয়ান লিগে তিনি ২১৯ ম্যাচে ১৪৯টি গোল করেছেন এবং ১৯ টি গোল করিয়েছেন। এই মরশুমে ২৭ ম্যাচে তিনি ১০টি গোল করেছেন। তিনি যে প্রতিপক্ষের জাল ভালই চেনেন তা স্ট্যাট দেখে বোঝা যাচ্ছে।  ইতিমধ্যেই ম্যাক্লারেনের পুরনো ক্লাব মেলবোর্ন সিটির সাথে চুক্তি শেষ হয়েছে। আর তারপরেই ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন ক্লাব। শুধু মোহনবাগানই নয়, মুম্বই সিটিও নিজের সিস্টার ক্লাবের থেকে ম্যাক্লারেনকে দলে নিতে কথাবার্তা শুরু করেছে। এছাড়াও ৩০ বছর বয়সে স্ট্রাইকারকে মধ্যপ্রাচ্যের এবং এমএলএস-এর কিছু ক্লাব এবং অবশ্যই অস্ট্রেলিয়ারও কিছু ক্লাব তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এখন দেখার এ-লিগে পাঁচবারের গোল্ডেন বুট উইনার কোন দলে যোগদান করেন।