Bangla Jago Desk : কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসি এর মুখোমুখি হয়েছিল মোহনবাগান। প্রথম ৩’ মিনিটে কর্নারে দিমি পেত্রাতোসের সেটপিস থেকে বাড়ানো বলে হেডে গোলে করেন মনভীর সিং। তারপরে একের পর এক আক্রমণ শানাতে থাকে লোবেরা বাহিনী।
টানা ৬টি কর্নার পায় ওড়িশা। ১১’ মিনিটে জাহুর কর্নার থেকে গোল করে কার্লোস ডেলগাডো। ৩৯’ মিনিটে লং বল হেক্টর ইউস্তে ক্লিয়ার করতে পারেনি। সুযোগ সন্ধানী রয় কৃষ্ণা সেই বল থেকে গোল করে যায়। তারপরে মুহুর মুহুর আক্রমণ করে দুইদল, কিন্তু কেউই আর গোল করতে পারেনি।
দুই দলই গোলের মুখ প্রায় খুলে ফেলেছিল। মোহনবাগানের লিস্টন এবং থাপার শট পোস্টে লেগে ফিরত আসে। ৬৭’ মিনিটে আর্মান্দো সাদিকু দ্বিতীয় হলুদ কার্ড এর সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ওড়িশা এফসির কার্লোস দেলগাদো সাত মিনিট পরই ৭৪’ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড এর সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অনেক চেষ্টার পরেও ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান। আইএসএল ফাইনালের স্বপ্ন দেখতে হলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারাতেই হবে।