Bangla Jago Desk : আইএসএলের লিগ পর্বের শেষ ম্যাচ, মুম্বাই বনাম মোহনবাগান। দুই দলই লিগ শিল্ড জেতার দাবিদার। মুম্বাই যদি এই ম্যাচ থেকে ১টি পয়েন্টও সংগ্রহ করতে পারে তাহলে তারাই লিগ শিল্ড জিতবে। কিন্তু মোহনবাগান-কে এই ম্যাচ থেকে ৩টি পয়েন্ট পেতেই হবে। জয় ছাড়া আর কোনো রাস্তা নেই সবুজ-মেরুনের কাছে। আর এবার সেই ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারে লখনউ সুপার জায়েন্ট দলের সদস্যরা।
উল্লেখ্য, এই লখনউ সুপার জায়েন্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি আবার মোহনবাগান ফুটবল দলের ৮০% শতাংশের মালিকও বটে। গত বছর কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্ট সবুজ মেরুন জার্সি পরে খেলবে তার ঘোষণা করে। শোনা যাচ্ছিল মোহনবাগানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। অবশেষে যদিও বা লখনউ সবুজ মেরুন জার্সি পরেই খেলতে নেমেছিল। এবার কি তবে মোহনবাগানকে সমর্থন জানাতেই সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কে এল রাহুল-রা।