ad
ad

Breaking News

Raiganj

সবচেয়ে বেশি অভিযোগ রায়গঞ্জে, ২:৩০ পর্যন্ত ৩ কেন্দ্রে অভিযোগ ৪১১টি

দুপুর ২:৩০ পর্যন্ত ৪১১টি অভিযোগ জমা পড়েছে

Highest number of complaints in Raiganj, 411 complaints in 3 centers till 2:30

Bangla Jago Desk : সকাল থেকে ভোট গ্রহণ চলছে তিনটি লোকসভা কেন্দ্রে। আর সেই সঙ্গে অভিযোগের সংখ্যাও বাড়ছে। দুপুর ২:৩০ পর্যন্ত ৪১১টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ১৯৩টি। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ জমা পড়েছে ১৪৩টি। সবচেয়ে কম অভিযোগ জমা পড়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে।

এই কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ৭৫ টি। কমিশন সূত্রে খবর সকালের দিকে একাধিক বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ জমা পড়ে। কমিশনের তিনটি পোর্টালে এই অভিযোগ জমা পড়েছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এনজিআরএস পোর্টালে অভিযোগ জমা পড়েছে ১৪১টি। এই কেন্দ্রে সি-ভিজিল অ্যাপে অভিযোগ জমা পড়েছে ১৬টি এবং সি এম এস এ অভিযোগ জমা করেছে ৩৬ টি।

বালুরঘাট লোকসভা কেন্দ্রে এন জি আর এস এ অভিযোগ জমা পড়েছে ১১১ টি। এছাড়া সিভিজিলে অভিযোগের সংখ্যা ১৩ টি এবং সিএমএসে ১৯টি। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এন জি আর এস এ অভিযোগ ৪১ টি। সিভিজিলে অভিযোগ ৯টি এবং সিএমএসে ২৫টি। সব ক্ষেত্রেই দ্রুত কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।