ad
ad

Breaking News

News

News: এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। লোকসভা ভোটের তৃতীয় দফা। মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর ও দক্ষিণে হয় ভোট। তৃতীয় দফায় রাজ্যের বাড়তি নিরাপত্তা কমিশনের। বাংলার চার কেন্দ্রে মোতায়েন ১৮ হাজার পুলিশ। বুথে বুথে কড়া নিরাপত্তা, চলছে ওয়েব ক্যামে নজরদারি।

২। মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফা। মালদা থেকে মুর্শিদাবাদ ২ জেলার চার কেন্দ্রে হয় ভোট। উপনির্বাচন হয় ভগবানগোলা বিধানসভায়। মুর্শিদাবাদ কেন্দ্রে ৪৪১টি বুথ টিস্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়। মুর্শিদাবাদে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

৩। তৃতীয় দফার ভোটে জঙ্গিপুর কেন্দ্রে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত ৫০৯ টি বুথ। জঙ্গিপুরে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ৬৩ কোম্পানি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয় জঙ্গিপুরে। তৃতীয় দফায় বাংলায় ২হাজার ৮৩০ বুথ স্পর্শ কাতর হিসেবে চিহ্নিত হয়।





৪। মুর্শিদাবাদে ভোটে বিক্ষিপ্ত অশান্তি, বুথে গিয়ে চড়াও বিজেপি প্রার্থী, রণংদেহি সেলিম। বুথ জ্যাম থেকে শুরু করে বোমাবাজি, হুমকি একাধিক অভিযোগ উঠে এসেছে বিভিন্ন বুথ থেকে। রানীনগরের গোপীনাথপুরে একটি বুথে সিপিএমের এজেন্টকে মারধরের অভিযোগ।

৫। তৃণমূলকে হুমকি, হাতাহাতি, জঙ্গিপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস।

৬। সকাল থেকেই মুর্শিদাবাদে অশান্তি। সাগরপাড়ায় একটি বুথের কিছুটা দূরে সকেট বোমা উদ্ধার। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে

৭। হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার ১। ক্যানিং স্ট্রিটে ধৃতের আফিস থেকে উদ্ধার ৩ হাজার US Dollar। ধৃত সঞ্জয় কুমার যাদব, হাওড়ার বাসিন্দা। এতো পরিমান বৈদেশিক মুদ্রা কিভাবে এলো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৮। প্রযুক্তিকে হাতিয়ার করে যাত্রী পরিষেবার পথে আরও এক ধাপ এগলো ভারতীয় রেল। মোবাইলে ইউটিএস অ্যাপের মাধ্যমে এবার হল্ট স্টেশন থেকেও কাটা যাবে অসংরক্ষিত টিকিট। বলার অপেক্ষা রাখে না রেলের এই পদক্ষেপে উপকৃত হতে চলেছেন যাত্রীরা।

৯। নষ্ট হচ্ছে কেসি দাশের মিষ্টি! সেই কেসি দাশের মিষ্টির নমুনা সংগ্রহ করল কলকাতা পুরসভা। পুরসভার ল‌্যাবরেটরিতে তা পরীক্ষা হচ্ছে। নমুনা সংগ্রহ করায় খুশি কেসি দাশের অধিকর্তা। তিনি জানিয়েছেন, ল‌্যাবরেটরিতে যদি দেখা যায় মিষ্টিতে কোনও গন্ডোগোল রয়েছে দ্রুত তা সংশোধন করা হবে।

১০। চা বাগান থেকে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হল লেপার্ড।‌ মঙ্গলবার সাতসকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চিঞ্চুলা  চা বাগান থেকে খাঁচাবন্দি চিতাবাঘ উদ্ধার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা। এদিন সকালে চা বাগানের 8C সেকশনে খাঁচাবন্দি লেপার্ডটিকে দেখতে পেয়ে শ্রমিকরা বনদপ্তরে খবর দেয়।

১১। দেশজুড়ে চলছে ভোটের মরশুম। তৃতীয় দফায় ভোটের উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে ভোট দিলেন মোদী। সঙ্গে ছিলেন অমিত শাহ। ভোট দিয়ে সকলকে শুবেচ্ছা জানালেন মোদী।

১২। সোমবার লোকসভা ভোটের মাঝে মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল এবং তাঁর পরিচারকের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সঞ্জীব লাল এবং তাঁর পরিচারক জাহাঙ্গীর আলমকে, রাঁচি থেকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ।

১৩। এটা কোন সাধারণ নির্বাচন নয়, বাড়ি থেকে সকলেই বেরিয়ে আসুন ভোট দিন। দেশে তৃতীয় দফার ভোট চলার দিন এমনই বার্তা দিলেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। আরও বেশি করে ভোট দেওয়ার কথা বলেন তিনি। রাহুল গান্ধীর আগে মল্লিকার্জুন খাড়্গেও এই একই বার্তা জানান দেশবাসীদের উদ্দেশ্যে।

১৪। ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের নিয়ে বড় পদক্ষেপ। সেনাবাহিনীতে মহিলাদের স্থায়িভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এতে মহিলা অফিসারদের মর্যাদা আরও বৃদ্ধি পেল। এবার থেকে মহিলারা ব্রিগেডিয়ার পদে প্রোমোশনের সুযোগ পাবে মহিলা অফিসাররা।

১৫। ধর্ষকের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নির্যাতিতা কে জোর করা যাবে না বলে জানিয়েছে কেরল হাইকোর্ট। এক জন মহিলা ধর্ষণের জেরে যদি গর্ভবতী হয়ে যান তাহলে সে মানসিক ভাবে ভেঙে পড়ে। যে কারণে ধর্ষকের সন্তানকে জন্ম দিতে হবে এমন কোনও বাধ্যতামূলক নেই একজন নির্যাতিতার কাছে।

১৬। স্ত্রীর গলা টিপে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর এলাকায়। মৃত ওই মহিলার নাম রেশমা চৌধরি। স্বামীর নাম শুভম চৌধরি। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারণে নিজের স্ত্রীকে খুন করল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

১৭। শহর জুড়ে সোমবার স্বস্তির বৃষ্টি। শান্তি পেল কলকাতাবাসী। বৃষ্টির কারণে শহরের একাধিক রাস্তায় জমে গিয়েছে জল। এবার সেই এক হাঁটু জলে নেমে ব্যাকগ্রাউন্ডে বার্সো রে মেঘা মেঘা গান বাজিয়ে শহরের  রাস্তায় হাঁটতে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে।

১৮। বিশ্বের সবথেকে বড় ফ্যাশান শো মেট গালাতে সব্যসাচীর শাড়ি পরে হেঁটেছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই নিয়ে ঐতিহ্যবাহী ফ্যাশন প্যারেডে তিনি দ্বিতীয়বার অংশ নিয়েছেন। মেট গালায় ভারতীয় প্রতিনিধি হিসাবে আলিয়া একটি বড় নাম।

১৯। খারাপ আবহাওয়ার কারণে লখনৌ থেকে কলকাতাগামী নাইট বিমান নামল গুয়াহাটিতে।কলকাতা বিমানবন্দরের নামতে না পারার কথা জানায় কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা নাইট ব্রিগেড অনেক বেশি আত্মবিশ্বাসী। শনিবার ঘরের মাঠে মুম্বাইয়ের মুখোমুখি হবে নাইটরা। তবে ফের আরো একবার বিতর্কে নাম জড়ালেন হর্ষিত  রানা।

২০। লীগ শিল্ড জয়ের পর আগামী মরশুমে এসিএল টু তে খেলতে দেখা যাবে মোহনবাগানকে। দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে দলে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে মোহনবাগান কর্তারা। কথাবার্তা চলছে অস্ট্রেলিয়ান বিশ্বকাপের সঙ্গে। অন্যদিকে আসন্ন মরশুমে দল গঠন নিয়ে আলোচনায় বসতে চলেছে ইস্টবেঙ্গল কর্তারা।