ad
ad

Breaking News

কোচবিহারে রাজ আমলে প্রতিষ্ঠিত ‘বানেশ্বর শিব মন্দির’ ঘিরে আছে অনেক মিথ

রাজ আমলের অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে কোচবিহার জেলা জুড়ে। কোচবিহারের এই সমস্ত রাজ আমলের মন্দিরগুলির মধ্যে অন্যতম হল ‘বানেশ্বর শিব মন্দির’।

There are many myths surrounding the 'Baneshwar Shiva Temple' established during the royal period in Cooch Behar

Bangla Jago Desk, কোচবিহার : রাজ আমলের অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে কোচবিহার জেলা জুড়ে। কোচবিহারের এই সমস্ত রাজ আমলের মন্দিরগুলির মধ্যে অন্যতম হল ‘বানেশ্বর শিব মন্দির’। এই মন্দিরে শিব পূজিত হয়ে আসছেন বহুদিন ধরে। ১৮৯৭ সালে একটি ভূমিকম্পে মন্দিরটি পূর্ব দিকে সামান্য হেলে পড়েছিল। এখনও মন্দিরটি ঠিক একই ভাবে রয়েছে। যদিও বর্তমানে এই মন্দিরের সমস্ত কাজকর্ম দেখাশোনার দায়িত্বে রয়েছে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট।

এই মন্দির প্রতিষ্ঠার সঠিক সময় পাওয়া যায় না। তাই মন্দিরের প্রতিষ্ঠার বিষয় নিয়ে প্রচুর দ্বিমত রয়েছে। তবে কোচবিহারের প্রবীণ মানুষজন মনে করেন, কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বানেশ্বর মন্দিরের প্রধান দালান থেকে ১০ ফুট নীচে মন্দিরের গর্ভগৃহে রয়েছে ‘শিব লিঙ্গ’ এবং একটি ‘গৌরীপাট’। প্রধান মন্দিরের ডানদিকে সিমেন্টের তৈরি একটি ষাঁড় রয়েছে। মন্দিরের উত্তর দিকে একটি টিনের চালাঘরে শিব ও অর্ধনারীশ্বরের মূর্তি রয়েছে। সকালে ৮-টায় খুলে দেওয়া হয় মন্দির প্রাঙ্গণ এবং মন্দির বন্ধ হয় রাত ৮-টায়। শিব চতুর্দশীতে সপ্তাহব্যাপী মেলা বসে এই মন্দির চত্বরে।

এছাড়া মন্দিরকে কেন্দ্র করে আর তেমন বড় উৎসব হয় না। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বড় পুকুর। যেখানে অনেকগুলি কালো কচ্ছপ আছে। এই কচ্ছপগুলি স্থানীয়ভাবে ‘মোহন’ নামে পরিচিত। এখানে এদেরকে খুব পবিত্র মনে করা হয় এবং এদের পুজোও করা হয়। আগে পুকুরের ঘাটের কাছে গিয়ে মোহন বলে ডাক দিলে দেখা পাওয়া যেত এদের। তবে বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে সম্পূর্ণ পুকুরটি। কিন্তু, দূর থেকেও এদের দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। শিববন্দনা ঘিরে সেজে উঠেছে ‘বানেশ্বর শিব মন্দির’।