ad
ad

Breaking News

Jalpaiguri

ভক্তদের জন্য এসেছে নতুন শিবলিঙ্গ, শিব-কালিকা মন্দির সেজেছে নয়া সাজে

৬৩ বছর পুরনো শিব মন্দির দীর্ঘদিন ভগ্নদশায় পড়েছিল। মানুষের দাবি ওঠে সাজিয়ে তোলা হোক এই শিবমন্দির।

The Shiva-Kalika temple is decorated in nine styles

Bangla Jago Desk : ৬৩ বছর পুরনো শিব মন্দির দীর্ঘদিন ভগ্নদশায় পড়েছিল। মানুষের দাবি ওঠে সাজিয়ে তোলা হোক এই শিবমন্দির। শিবভক্তদের আবেগ জড়িয়ে থাকা এই মন্দিরকে এখন নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে। শিবরাত্রি ঘিরে জমজমাট হয়ে ওথে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা শ্রী শ্রী শিব কালিকা মন্দির।

৬৩ বছরের পুরনো শিব মন্দির। মহাশিবরাত্রি উপলক্ষে নতুন করে সেজে উঠেছে। নতুন শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছে ভক্তদের জন্য। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা শ্রী শ্রী শিব কালিকা মন্দির ঘিরে আছে অনেক না জানা কথা। জেলার অন্যতম পুরনো এই শিবমন্দিরে শিবরাত্রি ঘিরে মানুষের ঢল নামে। ভক্তরা আসেন শিববন্দনা করতে। চারিদিকে ফুলের বাগান। তার মধ্যে অবস্থিত মন্দির। সুন্দর পরিবেশ এই মন্দিরের গুরুত্ব আরও বাড়িয়েছে।

করোতোয়া ব্যারেজ ও আমবাড়ি পুলিশ ফাঁড়ির উদ্যোগে শিবরাত্রি উপলক্ষে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে শ্রী শ্রী শিব ও কালিকা মন্দির। ৬৩ বছর পুরনো এই মন্দির দীর্ঘদিন ভগ্নদশায় পড়েছিল। মানুষের দাবি ওঠে সাজিয়ে তোলা হোক এই শিবমন্দির। শিবভক্তদের আবেগ জড়িয়ে থাকা এই মন্দিরকে এখন নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে। মন্দির কমিটির সভাপতি কানাইলাল বিশ্বাস জানান, শিবচতুর্দশী উপলক্ষে ভক্তদের ঢল নামবে এই মন্দিরে। বিশেষ দিনটির জন্য নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে মন্দির। নতুন শিবলিঙ্গ আনা হয়েছে মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। যা চলবে তিন দিন ধরে।





এই মন্দিরে পুজো ছাড়াও এলাকার অনেক মানুষ নানা অনুষ্ঠান করেন। প্রতিদিন মানুষের ভিড় হয় এখানে। তবে ভক্তদের ভিড় উপচে পড়ে শিবরাত্রিতে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এখানে। নিষ্ঠাভরে শিববন্দনা করেন। জেলার অন্যতম পুরনো এই শিবমন্দিরটি আরও ঝকঝকে করার চেষ্টা চালাচ্ছে মন্দির কমিটি।