ad
ad

Breaking News

Ram navami

রাম নবমীর পালন করেন,কিন্তু এই রাম নবমীর মাহাত্ম্য কি জানেন ?

বসন্তকালে চৈত্র নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়।

Ram Navami is observed, but do you know the significance of this Ram Navami?

Bangla Jago Desk,  Mou Basu : বসন্তকালে চৈত্র নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়। হিন্দুশাস্ত্রে এই দিনটির অনেক মাহাত্ম্য। মনে করা হয় অযোধ্যারাজ রাজা দশরথ ও রানি কৌশল্যার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয়।

তাই এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয়। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন দেবতা রামচন্দ্র। মনে করা হয় ভগবান বিষ্ণু পৃথিবীতে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানব রূপে মর্ত্যে এসেছিলেন। রাবণ ছিলেন বরপ্রাপ্ত।

দেববতারা তাঁর বিরুদ্ধে লড়াই করে এঁটে উঠতে পারছিলেন না। তাই বিষ্ণু মানুষরূপে পৃথিবীতে এসে ধর্মরক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন। সেই যুদ্ধে রাবণ প্রাণ হারান