ad
ad

Breaking News

Weather Update

সাবধান, আগামী দু’দিনে বাড়বে তাপমাত্রা, সর্বোচ্চ গরমের রেকর্ড গড়বে কলকাতা! কতটা চড়বে পারদ? কোন কোন জেলায় তীব্র তাপপ্রবাহের সর্তকতা?

কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু এর পরিস্থিতি বাকি সময়ে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে

Today's Weather Update Of West Bengal

Bangla Jago Desk : ভোট মরশুমে একেবারে খলনায়ক হয়ে দাঁড়িয়েছে বঙ্গের গরম। কলকাতা যেন একেবারে তার তাপমাত্রার দিক থেকে টেক্কা দিচ্ছে মরু শহর গুলিকে। ইতিমধ্যে শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা গত ৫০ বছরে এপ্রিল মাসে নিরিখে দ্বিতীয় সর্বাধিক অনুভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আগামী পাঁচ দিনে ৪১ ডিগ্রি ছাপিয়ে ৪২ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে প্রত্যেক বছরই তাপমাত্রা বেশি থাকে। তবে এবার মাত্র দিন কয়েক আগে পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছেছিল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের সমতলের তিনটি জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে মালদহ বালুরঘাটে তারপর প্রবাহের আয়তার মধ্যে পড়বে। আগামী চারদিনে দিনে ধীরে বাড়বে তাপমাত্রা। এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে।

সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে গরম, চড়বে পারদ। পশ্চিমের জেলায় লু পরিস্থিতি থাকবে। উপকূল ও সংলগ্ন জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু এর পরিস্থিতি বাকি সময়ে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। কলকাতায় সকালে রোদঝলমলে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশ। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে।গরম ও অস্বস্তি চলবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯০ শতাংশ।

উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙ্গেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে নিচের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া পাহাড় সংলগ্ন তিন জেলায়। ২৮ ও ৩০ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ। মালদা ও উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপ প্রবাহের সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুরে। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া।