ad
ad

Breaking News

King cobra rescued

ভয়ংকর! চা বাগান থেকে উদ্ধার কিংকোবরা! অল্পের জন্য রক্ষা পেল শ্রমিকেরা

চা বাগানটির পাশেই রয়েছে চাপরামারি জঙ্গল।ওই জঙ্গল থেকেই কিংকোবরাটি চা বাগানে চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান।

King cobra rescued from the tea garden! The workers panicked

চা বাগান (ছবিঃ সংগৃহীত)

Bangla Jago Desk:  দিন দিন জীব জন্তুর আতঙ্ক বেরেই চলেছে। যার ফলে আতঙ্কে থাকতে হচ্ছে জনগনকে। সেখানে বুধবার দুপুরে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের টিলাবাড়ি ডিভিশন থেকে প্রায় ১৪ ফিটের ওই কিং কোবরা সাপ টি উদ্ধার করা হয়। তবে আবারও চা বাগান থেকে বিশালাকার এই কিং কোবরা উদ্ধার করা হলে এলাকায় ছরিয়েছে আতঙ্ক।

এদিন বাগানের ২৪ নাম্বার সেকশনে কাজ করার সময় শ্রমিকরা ওই কিং কোবরাটিকে দেখতে পায়। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। সর্পপ্রেমী যুবক দিবস এসে কিং কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানায় বন দফতরের কর্মীরা ।

উল্লেখ্য,এর আগেও ওই চা বাগান থেকে কিং কোবরা উদ্ধার করা হয়েছিল। এদিকে চা বাগানটির পাশেই রয়েছে চাপরামারি জঙ্গল।ওই জঙ্গল থেকেই কিংকোবরাটি চা বাগানে চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। এদিন কিং কোবরাটি দেখতে ভিড় জমায় অনেকে।