ad
ad

Breaking News

Hoogly

একই পরিবারের দুইবোন তাক লাগালো উচ্চমাধ্যামিকে, দখল করল চতুর্থ ও দশম স্থান

প্রকাশিত হয়েছে ২০২৪ শের উচ্চমাধ্যামিক ফল। একই বাড়িতে রাজ্যে দশের মধ্যে দুজন। দুই জমজ বোনের মেলবন্ধন রাজ্যের উচ্চমাধ্যমিকের ফলাফল।

Two sisters from the same family cracked the upper secondary, occupying the fourth and tenth positions

Bangla Jago Desk : ৬৯দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ( WBCHSE) ফল প্রকাশিত হল।  দুপুর ১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে  উচ্চ মাধ্যমিকের ( WBCHSE ) ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের  সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আর একই বাড়িতে রাজ্যে দশের মধ্যে দুজন। দুই জমজ বোনের মেলবন্ধন রাজ্যের উচ্চমাধ্যমিকের ফলাফল। আর এই ফলাফলে খুশি পরিবার থেকে এলাকার সকলেই।উল্লেখ্য, চতুর্থ হলেও পশ্চিমবাংলার প্রথম মেয়েদের মধ্যে হল চন্দননগর কৃষ্ণ ভাবিনি  নারী শিক্ষা মন্দির স্কুল থেকে স্নেহা ঘোষ ও দশম স্থানের অধিকার করল সোহা ঘোষ। দুজনেই তারা জমজ। দুজনের এই সাফল্যের আনন্দে আত্মহারা পরিবার।

তারা জানান, যখন রেজাল্ট বের হয় তখন প্রথমে স্নেহা ঘোষের নাম ঘোষণা করা হয়। তিনি আরও জানান যখন আমার নাম ঘোষণা হল রাজ্যের মহিলাদের মধ্যে প্রথম ও রাজ্যে চতুর্থ। তখন একটু হলেও ক্ষেদ ছিল। মন থেকে ভগবানের কাছে চাইছিলাম দিদির কিছু হোক। যখন দশম স্থানে দিদির নাম এলো তখন আমার সাফল্য পূর্ণতা পেল।

দুজনের এই উচ্ছ্বাসে খুশী তার মা অপর্ণা ঘোষ। দুই মেয়ের প্রথম দশের এসে খুশি মা ও। ছোট থেকে চন্দননগর সেন্ট এন্টনিতে দশম শ্রেণী অব্দি পড়াশোনা করলেও। একাদশ ও দ্বাদশ শ্রেণী তারা দুজনেই চন্দননগর কৃষ্ণ ভাবিনি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেয়। উল্লেখ্য ,এ বছর উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি ও শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ৭টি বিষয়ে পরীক্ষা হয়।মোট পরীক্ষার্থী ৭লক্ষ ৯০হাজার।  এবার  ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।