ad
ad

Breaking News

Bangladesh

বাংলাদেশে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ, চিন্তায় বিশেষজ্ঞরাও

ফের বাংলাদেশে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। পরিসংখ্যান বলছে, শেষ ১০ বছরে যত না ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল, তার থেকে বেশি আক্রান্ত বেড়েছে শেষ দু বছরে

Malaria is increasing in Bangladesh, experts worry

Bangla Jago Desk : ফের বাংলাদেশে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। পরিসংখ্যান বলছে, শেষ ১০ বছরে যত না ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল, তার থেকে বেশি আক্রান্ত বেড়েছে শেষ দু বছরে। মূলত বাংলাদেশের তিন পার্বত্য জেলা এবং সীমান্তবর্তী ১৩টি জেলাকে ম্যালেরিয়া প্রবণ হিসেবে বিবেচনা করা হয়।

অপরদিকে, রিপোর্ট বলছে, বাংলাদেশে মোট ৩৬ প্রজাতির অ্যানোফিলিস মশা দেখা যায়, এদের মধ্যে সাতটি প্রজাতি বাংলাদেশে ম্যালেরিয়া রোগ ছড়ায়। পাশাপাশি, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে আস্তে আস্তে ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ধারাবাহিকভাবে ২০২১ সাল পর্যন্ত কমেছে। কিন্তু, ২০২২ এবং ২০২৩ সালে সে সংখ্যা আবার বাড়তে শুরু করে। যদিও আক্রান্তের হিসেবে মৃত্যুর সংখ্যা খুবই কম।

যদি বিশেষ করে শেষ দুই বছরে আক্রান্তের সংখ্যার উপর জোর দেওয়া হয়, তাহলে দেখা যাবে, ২০২২ সালে আবার বেড়ে যায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা। সে বছর ১৮ হাজার ১৯৫ জন আক্রান্তের বিপরীতে মারা যান ১৪ জন। এরপর ২০২৩ সালে আক্রান্ত হন ১৬ হাজার ৫৬৭ জন, বিপরীতে মারা গিয়েছিলেন ছয় জন। আর চলতি বছর অর্থাৎ ২০২৪ প্রথম তিন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১৫৮ জন, এদের মধ্যে একজন মারাও গেছেন। তবে, ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত কীভাবে রোধ করা যায়, এখন সেই নিয়েই দফায় দফায় বৈঠক করছেন ওই দেশের বিশেষজ্ঞরা।