ad
ad

Breaking News

Virat's innings

বিরাটের ইনিংস আশা করে না দল !

টানা বেশ কয়েকটা ম্যাচে হারের পর আরসিবি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততে পেরেছে। বিরাট এই ম্যাচে ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন।

The team does not expect Virat's innings!

Bangla Jago Desk : টানা বেশ কয়েকটা ম্যাচে হারের পর আরসিবি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততে পেরেছে। বিরাট এই ম্যাচে ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন। তারপর তাকে নিয়ে বেশ আলোচনা চলছে , বেশ সমালোচনাও চলছে। এর আগেই যে সমালোচনা চলছিল বিরাট কোহলি কে নিয়ে তা হল বেশি রান করার জন্য বিরাট বেশি বল নিচ্ছেন । এক্ষেত্রে সেই সমালোচনাতেই পড়েছেন বিরাট কোহলি।

কোহলির ব্যাটিংয়ের অবস্থা দেখে ক্ষুব্ধ হয়েছেন সুনীল গাভাস্কার। গাভাস্কার মনে করছেন বিরাট কোহলি যেভাবে ব্যাট করছে এটা বিশ্বকাপের উপযোগী ব্যাটিং নয়। তিনি আরো বলেছেন,  বিরাটকে দেখে মনে হচ্ছে না কোহলি ফর্মে রয়েছে।রাজস্থান রয়্যালস এর বিপক্ষে বিরাট কেমন পারফর্ম করেছিলেন এ প্রসঙ্গে সে কথা টেনে আনেন তিনি। উল্লেখ করে বলেন ৩১, ৩২ রান করার পর বিরাটকে আর একটা চার মারতে দেখেননি তিনি । বিরাটের দল ওর থেকে মোটেও এমন আশা করছেন না বলে মত গাভাস্কারের ।

তবে এবারের আইপিএল এখনও পর্যন্ত কমলা টুপির দৌড়ে যিনি এগিয়ে রয়েছেন তিনি বিরাট কোহলি ।  বৃহস্পতিবার পর্যন্ত ন’টি ম্যাচ খেলে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৪৩০ রান। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন।বিসিসিআইয়ের তরফ থেকে আগেই বলা হয়েছিল খেলোয়াড়দের  আইপিএল পারফরম্যান্স বিচার করে তবেই বিশ্বকাপের সুযোগ দেওয়া হবে। তবে বিরাট কে নিয়ে বিসিসিআইয়ে কি ভাবছেন তা স্পষ্ট নয় ।